৫ দিন ধরে পানি সংকটে উল্লাপাড়া পৌরবাসী
উল্লাপাড়া প্রতিনিধিঃ
গত ৫ দিন ধরে পানি সংকটে উল্লাপাড়া পৌরবাসী । উল্লাপাড়া পৌরসভার পানি ইউনিটের মূল পাম্প মেশিন পুড়ে যাওয়ায় এ অবস্থার সৃষ্টি হয়েছে । চলতি তীব্র তাপদ্রাহে পৌরবাসী খাবার পানির জন্য হাহাকার করছে। একদিকে প্রচন্ড গরম, অন্য দিকে বিদ্যুতের লোডশেডিং, তার উপর নেই পানি। সব মিলিয়ে পৌরবাসী চরম হাহাকারে জীবনযাপন করছে । উল্লাপাড়া পৌরসভা অফিস সংলগ্নে বসানো দুটি পানি সরবরাহ ইউনিট থেকে পৌর এলাকায় পানি সরবরাহ করে থাকে । দুটি ইউনিটের মধ্যে একটি ইউনিটের মূল পাম্প পুড়ে গেছে । অপর ইউনিটের সাবমার্সিবল পাম্পের মূল মেশিনের তার ছিঁড়ে ৩ শ ফুট মাটির গভীরে চলে যাওয়ায় এ সমস্যার সৃষ্টি হয়েছে উল্লাপাড়া পৌর অফিস সুত্রে জানা যায় । এদিকে উল্লাপাড়া পৌর বাজারের ব্যবসায়ীরা জানান, উল্লাপাড়া একটি প্রথম শ্রেণির পৌরসভা । তা সত্ত্বেও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বহীনতার কারণে পৌরবাসীকে পানির দুভোর্গ পোহাতে হচ্ছে । তারা এ বিষয়টি দ্রুত সমাধানের জন্য পৌর মেয়রের হস্তক্ষেপ কামনা করছেন । এ বিষয়ে উল্লাপাড়া পৌর মেয়র এস এম নজরুল ইসলাম জানান ঘোন ঘোন লোডশেডিং ও বিদ্যুৎ আপ-ডাউন করায় পানির পাম্প দুটি পুড়ে গেছে । দ্রুত মেরামত করা হচ্ছে । আজ- কালকের মধ্যেই পানি সরবরাহ চালু হবে ।