উল্লাপাড়া

সন্তানেরা বাড়ি থেকে বের করে দেয়ায় উল্লাপাড়ায় নদীর মাঝে ডাম ভাসিয়ে বৃদ্ধার বসবাস

 উল্লাপাড়া প্রতিনিধিঃ

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় নিজ বাড়ীতে জায়গা না হওয়ায় নদীর মাঝে দুটি ডাম ভাসিয়ে তার উপর ছই তুলে ৫২ বছর বয়সী বৃদ্ধা ফরিদ আলীর বসবাস । তার দুই সন্তান তার নিজের ক্রয় করা জমিতে বসবাস করছেন, আর বাবাকে পাঠিয়ে দিয়েছেন নদীর পাড়ে । এ বসবাস তার সুখের নয় । একেবারে ফাকা জায়গায় একাকি খেয়ে না খেয়ে দিন পার করছেন বলে ফরিদ আলী জানায় । উল্লাপাড়া উপজেলার পূর্ণিমাগাঁতী ইউনিয়নের ভেংড়ী গ্রামের ফরিদ আলী বিভিন্ন জায়গায় দিন মজুরির কাজ করে সন্তানদের মানুষ করে যেটুকু অর্থ জগার করেছেন তাই দিয়ে গ্রমে দুশতক জমি ক্রয় করে সন্তানদের নামে লিখে দিয়েছেন । ওই জায়গায় সন্তানদের বসবাসের জন্য ঘর – দরজাও করে দিয়েছেন । ফরিদ আলীর বর্তমানে দুই স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়ে রয়েছে । মেয়ে দু’জনকে বিয়ে দিয়েছেন । এর পর দু ছেলে ফরিদ আলীকে বাড়ি থেকে বের করে দিয়েছেন । নিজ বাড়িতে স্থান না হওয়ায় স্থান হয়েছে উল্লাপাড়া সদর ইউনিয়নের নাগরৌহা গ্রামের কবর স্থান সংলগ্ন কচুয়া নদীর পাড়ের ছই ঘরে । নতুন বছরের শুরুতেই নদীতে পানি এসে গলা পানি হয়েছে । এ অবস্থায় নদীতে ভাসিয়েছেন তার জীবনের নৌকা । নদীর পানির মাঝে দুটি ড্রাম ভাসিয়ে মাচা ফেলে তার উপর ছই তুলে ঘর বানিয়ে বসবাস করছেন। পাশেই নদীর ঢালে আরো একটি ছই ঘর রয়েছে । শুক্রবার রাত থেকে নদীর মাঝের ওই নতুন ছই ঘরে বসবাস শুরু করেছেন ফরিদ আলী । সরেজমিনে গিয়ে দেখা গেছে একেবারে ফাকা জায়গায় ছই ঘরে কোনো মতে থাকার জায়গা করে নিয়ে থাকছেন । এ প্রতিবেদককে জানান প্রায় তিন মাস হলো তিনি এখানে আছেন । ছই ঘর থেকে বেরিয়ে নদীর পারে দাড়িয়ে হাত তুলে আঙুলের ইশারায় প্রায় দেড় কিলোমিটার দুরের তার সন্তানদের বসবাস ভেংড়ী গ্রাম দেখিয়ে বলেন সন্তানেরা বাড়ী থেকে বেরিয়ে যেতে বলায় তিনি কোনো কিছু না বলে একাকী বাড়ী ছেড়ে চলে এসেছেন । তার এক স্ত্রী মাঝে মধ্যে এসে খোজ খবর নেন । তিনি নদী থেকে মাছ ধরে বাজারে বিক্রি করে পেটের খাবার জোটান। মাছ না পেলে সেদিন না খেয়ে থাকেন । তিনি বলেন তার সন্তানেরা তাকে বাড়ীতে জায়গা দেয়নি । এর পরও সন্তানদের মঙ্গল কামনা করে বলেন তারা যেন মান অপমান না হয় । একাকী এভাবে থাকতে ভয় করে কিনা জানতে চাইলে নীরব থাকেন । কোনো উত্তর নেই মুখে । এ বিষশে ফরিদ আলীর ছেলে আবু হুরাইরা বলেন তারা কেউ বাড়ী থেকে পিতাকে বের করে দেয়া কিংবা বের হয়ে যাওয়ার কথা বলেন নি । তিনি নিজ ইচ্ছাতেই বাড়ী থেকে বেরিয়ে গিয়ে নদীর পারে ছই ঘর তুলে থাকছেন। তবে পিতাকে দেখতে আসা কিংবা বাড়ীতে ফিরে নেওয়ার চেষ্টা তারা ভাইবোনদের কেউ করেন নি। তিনি এর আগেও বাড়ী থেকে বেরিয়ে এভাবে থেকেছেন। আবার বাড়ী ফিরে এসেছেন ।