তাড়াশে আল-আরাফাহ গ্রুপের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
লুৎফর রহমান, তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জের তাড়াশে আল-আরাফাহ গ্রুপের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৪এপ্রিল শনিবার বিকালে তাড়াশ ডিগ্রী কলেজে হলরুমে তাড়াশ ইসলামীয়া পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সালামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে রাখেন আল-আরাফাহ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব মুহাম্মদ নুরুল ইসলাম উজ্জ্বল। এ সময় রমজানের তাৎপর্য ও ফজিলত সম্পর্কে আলোচনা করেন থানা পাড়া জামে মসজিদের ইমাম আলহাজ্ব লুৎফর রহমান। এ সময় উপস্থিত ছিলেন দবিলা ইসলামপুর ডিগ্রী কলেজে উপধাক্ষ্য আবুল কালাম আজাদ, মহিলা কলেজের অধ্যপক আব্দুল হাকিম,তাড়াশ ডিগ্রী কলেজে আরবি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক আমিনুল ইসলাম, তাড়াশ প্রেস ক্লাবের সাবেক সভাপতি অধ্যাপক মেহেরুল ইসলাম বাদল,ইংরেজি প্রভাষক মোঃ আব্দুল কাদের আওয়ামীগ নেতা জহিরুল ইসলাম জহির প্রমুখ। ইফতার মাহফিলে বিভিন্ন শ্রেনী পেশার মানুষ অংশগ্রহন করে।