উল্লাপাড়ায় মডেল মসজিদ ভবন নিমার্নে ত্রুটি ধরা পরায় ২৫ টি পিলার ভেঙ্গে ফেলার নির্দেশ
উল্লাপাড়া প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় নির্মাণাধীন উপজেলা মডেল মসজিদের ৫১ টা পিলারের মধ্যে ২৫ টি পিলার নির্মানে ত্রুটি ও অনিয়ম ধরা পরায় তা ভেঙ্গে ফেলার নির্দেশ দিয়েছেন মডেল মসজিদ নির্মান তদন্ত কমিটির প্রধান ডিডিএলজি মোহাম্মদ তোফাজ্জল হোসেন ।
গত ২৪ মার্চ “উল্লাপাড়া মডেল মসজিদ নির্মানে অনিয়ম তদন্তে কমিটি গঠন” শিরোনামে একটি সংবাদ দৈনিক আমাদের সময় পত্রিকায় প্রকাশিত হয় ।
মঙ্গলবার বিকেল ৪ টায় ৫ সদস্যের ওই তদন্ত কমিটি ঘটনার স্থলে নির্মানাধীন ত্রুটিপূর্ণ উল্লাপাড়া উপজেলা মডেল মসজিদ দ্বিতীয় বার তদন্ত শেষে রাত সাড়ে ৮ টার দিকে স্থানিয় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তদন্ত কমিটির প্রধান ডিডিএলজি মোহাম্মদ তোফাজ্জল হোসেন । এ সময় তদন্ত কমিটির প্রধান ডিডিএলজি মোহাম্মদ তোফাজ্জল হোসেন জানান, মডেল মসজিদের মুল ভবনের ২৬ টি ও সিরি সহ অপর অংশে ২৫ টি পিলার সহ মোট ৫১ টি পিলার নির্মান করা হয়েছে । গঠিত তদন্ত কমিটি ৫১ টি পিলারের বিভিন্ন দিক তদন্ত করে কমিটির ৫ সদস্যই এক মত হয়ে মুল ভবনের ২৬ টি পিলারে কোনো ত্রুটি না থাকায় নির্মান কাজে কোনো বাধা নেই কিন্তু সিরির অংশের ২৫ টি পিলার ত্রুটি ও ঝুকিপূর্ণ আকাঁ – বাঁকা থাকায় তা ভেঙ্গে ফেলে সরিয়ে দিয়ে ওই স্থানে আবার ২৫ টি পিলার নতুন করে নির্মানের নির্দেশ দিয়েছেন । এ সময় তিনি ওই ২৫ পিলার ভাঙ্গার এবং নতুন করে নির্মানের দায়ভার ঠিকাদারি প্রতিষ্ঠান ফার্স্ট এস এস কনস্ট্রাকশন প্রাইভেট লিমিটেড উপর দেন । এর কারণ হিসেবে তিনি উল্লেখ করেন কাজের দেখভালে দায়ীত্ব প্রাপ্ত গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী ও উপ-বিভাগীয় প্রকৌশলীর একই সময়ে বদলি হওয়ায় এই সুযোগে গণপূর্ত বিভাগকে না জানিয়ে ত্রুটিপূর্ণ ২৫ টি পিলার নির্মান করে তা মাটি দিয়ে ডেকে দেয় ঠিকাদারি প্রতিষ্ঠান ।
বেজ ঢালাই থেকে ১৬ ফিট উচ্চতা পর্যন্ত পিলার নির্মাণ করা হলেও কোনো গ্রেডভীম দেওয়া হয়নি সাংবাদিকরা জানতে চাইলে জবাবে তিনি বলেন এটা টেকনিক্যাল বিষয় । ডিজাইন জারা করেছেন তারাই বলতে পারবেন । আর এক প্রশ্নের জবাবে তিনি বলেন আপাতত গণপূর্ত বিভাগের কর্মকর্তাদের সংশ্লিষ্টতা দেখছি না, তবে আরো তদন্ত সাপেক্ষে দেখা হবে তারা জরিত কি না ?
ওই তদন্ত কমিটির অন্য ৪ সদস্য হলেন উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ উজ্জল হোসেন, সিরাজগঞ্জ জেলার এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোঃ শফিকুল ইসলাম, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ মোস্তাফিজুর রহমান এবং শিক্ষা বিভাগের সহকারী প্রকৌশলী মোঃ শাহ্ নূর আলম ।
এ সময় ২৫ টি পিলার ভেঙ্গে ফেলে আবার নতুন করে ২৫ টি পিলার নির্মানের দায় ভার বুঝে নেন ফার্স্ট এস এস কনস্ট্রাকশন প্রাইভেট লিমিটেড এর সাইড ইঞ্জিনিয়ার বরুণ কুমার সরকার ।
উল্লাপাড়া উপজেলায় নির্মানাধীন মডেল মসজিদ ও ইসলামিক শিক্ষা কেন্দ্র ভবনের বেজ ও মুল পিলার নির্মানে ব্যাপক অনিয়ম ও ত্রুটি ধরা পরায় সিরাজগঞ্জ জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান নির্মানাধীন মডেল মসজিদ ভবন পরিদর্শন করেন এবং গত ২৩ মার্চ ডিডিএলজি মোহাম্মদ তোফাজ্জল হোসেনকে প্রধান করে ৫ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করে দেন । ওই কমিটি দু কার্যদিবস তদন্ত করে ২৫ টি পিলার ভেঙ্গে ফেলার নির্দেশ দেন ।
এ মডেল মসজিদ ভবন নির্মানে ধর্ম মন্ত্রনালয় প্রায় ১১ কোটি ৬৯ লাখ ৩৪ হাজার ৮ শত টাকা বরাদ্দ দিয়েছে । এটি নিমার্ন কাজ বাস্তবায়ন করছে সিরাজগঞ্জ জেলা গণপুর্ত বিভাগ। ভবনটি নিমার্নের দায়িত্ব পেয়েছেন ঢাকার মোহাম্মদপুরের ঠিকাদারি প্রতিষ্ঠান ফার্স্ট এসএস কনস্ট্রাকশন প্রাইভেট লিমিটেড। ২০১৯ সালের ১৩ জুন তারিখে এই প্রতিষ্ঠান উল্লাপাড়া উপজেলা শহর থেকে ১ কিলোমিটার পশ্চিমে পাবনা-বগুড়া মহাসড়ক সংলগ্ন পৌর বাস টার্মিনালের কাছে ওই মসজিদ ও ইসলামিক শিক্ষা কেন্দ্রের ভবন নিমার্ণ কাজ শুরু করেন।
মোঃ আব্দুস ছাত্তার
উল্লাপাড়া, সিরাজগঞ্জ
১২/০৪/২০২৩