কাজিপুরে ইউপি সদস্যকে পিটিয়ে আহত, থানায় মামলা দায়ের
নিজস্ব প্রতিবেদক:
কাজিপুর উপজেলার গান্ধাইল ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ডের সদস্য, বঙ্গমাতা সাংস্কৃতিক জোটের কাজিপুরে উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক ও অবসরপ্রাপ্ত সেনা সদস্য শরিফুল ইসলামের ওপর হামলা চালিয়ে মারধর করে গুরুতরভাবে আহত করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষ একই গ্রামের বাসিন্দা সাবেক ইউপি সদস্য আজিজ গংদের বিরুদ্ধে ।
সোমবার ২৭’মার্চ সকাল সাড়ে ৮’টার দিকে ইউনিয়নের বাঐখোলা বাঁধ সংলগ্ন গোলাপ বাজার এলাকায় এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে। ঘটনার পর থেকে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।
ভূক্তভোগী পরিবার ও লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, যমুনা নদী থেকে বালু উত্তোলনকে কেন্দ্র করে ইউপি সদস্য শরিফুলের সাথে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল বাঐখোলা গ্রামের বাসিন্দা সাবেক ইউপি সদস্য আজিজ গংদের।
২৬’মার্চ দুপুরে বাঐখোলা বাঁধ থেকে জয় বাঁধ পর্যন্ত সংযোগ সড়কের ভিত্তি প্রস্তর স্থাপনের জন্য ইউপি সদস্য শরিফুল ইট,বালু সিমেন্ট সহ
বাঐখোলা গ্রামের বাসিন্দা ফরিদুল ইসলাম পুত্র নির্মাণ শ্রমিক লিটন মিয়া(৩৫)’কে রেখে উপজেলায় সংসদ সদস্য প্রকৌশলী তানভীর শাকিল জয়ের সাথে দলীয় কর্মসূচিতে অংশ নিয়েছিলেন শরিফুল।
এসময়ে সাবেক ইউপি সদস্য আজিজের নেতৃত্বে প্রায় ২০’জন লাঠিসোটা নিয়ে অতর্কিত হামলা চালিয়ে নির্মাণ শ্রমিক লিটন মিয়াকে মারধর করে ও ইট,বালু,সিমেন্ট নিয়ে চলে যায়।
এ ঘটনায় লিটন মিয়ার স্ত্রী ও মারপিটের স্বীকার হয়েছে বলে জানা গেছে।
ঘটনার দিনই লিটন মিয়ার পিতা ফরিদুল ইসলাম বাদি হয়ে ১৩’জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত আরও ৫/৬ জনকে আসামী করে কাজিপুর থানায় একটি মামলা দায়ের করেছেন।
এরই ধারাবাহিকতায় পরদিন ২৭’মার্চ মঙ্গলবার সকাল ৮’টার ইউপি সদস্য শরিফুল ইসলাম গোলাপ বাজারে গো-খাদ্য কিনতে গেলে তাকে একা পেয়ে একই গ্রামের বাসিন্দা মৃত মোজাহার আলীর পুত্র সেলিম, সেলিমের পুত্র হৃদয়, শহিদুলের পুত্র বাবু,শাহাবুদ্দিন, জাহাঙ্গীর আলমের পুত্র রিপন মিয়া, আব্দুস সালামের পুত্র রোকন সহ ৬/৭ জন বেধড়ক মারধর করে। এসময় স্থানীয়রা আহত শরিফুলকে উদ্ধার করে কাজিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য পাঠিয়ে দেন।
কাজিপুর থানার অফিসার ইনচার্জ শ্যামল কুমার দত্ত জানান, এঘটনায় থানায় একটি মামলা দায়ের হয়েছে। তদন্ত সাপেক্ষে ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।