মোহাম্মদ নাসিম স্মৃতি ভলিবল টুর্নামেন্টের ফাইনালে কাজিপুর পৌরসভা দল চ্যাম্পিয়ন।
আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ ঃ
সিরাজগঞ্জের কাজিপুর উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে অনুষ্ঠিত মোহাম্মদ নাসিম স্মৃতি ভলিবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় দু’দল থেকে জাতীয় ভলিবল দলের খেলোয়াড়রা তাদের ক্রীড়া নৈপুণ্য দেখিয়ে দর্শক মাতিয়ে গেলেন।
বুধবার (২২ মার্চ) বিকাল সাড়ে তিনটায় অনুষ্ঠিত ফাইনাল খেলা শুভ উদ্বোধন এবং পুরষ্কার বিতরণ করেন সিরাজগঞ্জ-১ আসনের জাতীয় সংসদ সদস্য ও স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি তানভীর শাকিল জয়। তিনি বলেন, মাদকের প্রতিহত করতে খেলাধুলার বিকল্প নেই।
জাতীয় দলের বর্তমান, সাবেক এবং উঠতি বয়সের দেশসেরা ক্রীড়াবিদদের খেলা দেখতে উপচেপড়া দর্শক উপস্থিতি চোঁখে পড়ার মতো। কাজিপুরে চলমান মোহাম্মদ নাসিম স্মৃতি ভলিবলে টুর্নামেন্টে তারা বিভিন্ন দলের হয়ে অংশগ্রহণ করেন তারা। গত ২০ ফেব্রুয়ারি শুরু হওয়া টুর্নামেন্টে কাজিপুর উপজেলার ১৪ টি দল অংশগ্রহণ করে। এরমধ্যে শুভগাছা ইউপি দল এবং পৌরসভা দল ফাইনালে উঠে।
পৌরসভা দলে অংশগ্রহণ করে জাতীয় ভলিবল দলের সজিব, সুজন, পাভেল ও আল আমিন।
শুভগাছা ইউপি দলে হরশিদ বিশ্বাস, মাসুদ মিলন ও রাজু। এছাড়াও উঠতি তারকারা অংশগ্রহণ করে। দর্শক শাহীন আজাদসহ স্থানীয়রা জানান, প্রতিবছর এমন টুর্নামেন্টের আয়োজন করা হলে কাজিপুর থেকে জাতীয় দলে খেলার মতো খেলোয়াড় তৈরি হবে। কাজিপুরে ভলিবল অত্যন্ত জনপ্রিয় খেলা পরিচালনা করেন জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের রেফারি মোরশেদুল জামান মিঠু। টুর্নামেন্টে কাজিপুর পৌরসভা দল চ্যাম্পিয়ন হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন কাজিপুর উপজেলা নিবার্হী অফিসার সুখময় সরকার, উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী, সহকারী কমিশনার ভূমি কাজী মোহাম্মদ অনিক ইসলাম, ভাইস চেয়ারম্যান দ্বীন মোহাম্মদ বাবলু, শাপলা খাতুন, পৌরসভার মেয়র আব্দুল হান্নান তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা রেফাজ উদ্দিন মাষ্টার, ওসি শ্যামল কুমার দত্ত, জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, আওয়ামীলীগের সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ।