জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উদযাপন উপলক্ষ্য আলোচনা সভা অনুষ্ঠিত।
আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ ঃ
মানসম্মত প্রাথমিক শিক্ষা, স্মার্ট বাংলাদেশ গড়ার দীক্ষা ” এই প্রতিপাদ্য বিষয় নিয়ে সিরাজগঞ্জে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ-২০২৩ উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৩ মার্চ) সকাল ১০টায় জেলা প্রশাসক কার্যালয়ের শহিদ শামসুদ্দিন সম্মেলন কক্ষে উক্ত আলোচনা সভা অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান।
সন্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পুলিশ সুপার মোঃ আরিফুর রহমান মন্ডল (বিপিএম বার,পিপিএমবার), অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ রায়হান কবীর, জেলা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা অফিসার মোঃ আমিনুল ইসলাম মন্ডল, সদর উপজেলা শিক্ষা অফিসার নাইয়ার সুলতানা পিটি আই সুপার মোঃ মুকুল হোসেন প্রমুখ ।
অনুষ্ঠান সঞ্চালনায় সহকারি জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ সাইফুল ইসলাম।
এসময়ে অনুষ্ঠানে আরো বক্তব্যে রাখেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার মোছাঃ মাছুমা আকতার, ছাতিয়ানতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক উদয় কুমার পাল, জেলা প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সমিতির সভাপতি মোঃ আমিনুর ইসলাম সহ অন্যান্যরা।
এসময়ে সহকারী উপজেলা শিক্ষা অফিসারগণ, সদর উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষকগণ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা অতিথি বক্তাগণ বলেন, ডিজিটাল বাংলাদেশ গড়তে হলে শিক্ষকদের শিশু শিক্ষার্থীদেরকে ভালোবেসে সু-শিক্ষা দান, আদর্শবান, আধুনিক প্রযুক্তি নির্ভর সম্পন্ন ভাবে গড়ে তোলার লক্ষ্য কাজ করতে হবে । শিক্ষারমান উন্নয়ন করতে শিক্ষক, অভিভাবকদের আরো স্মার্ট হতে হবে বিশেষ করে মায়েদের ।