উল্লাপাড়া

উল্লাপাড়ায় দিনব্যাপী প্রাণীসম্পদ প্রদর্শনী

 

উল্লাপাড়া প্রতিনিধিঃ

উল্লাপাড়ায় দিনব্যাপী প্রাণীসম্পদ প্রদর্শনী উদ্বোধন করা হয়েছে। এ প্রদর্শনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন উড়িয়ে শুভ উদ্বোধন করেন ও প্রদর্নীর প্রতিটি স্টল পরিদর্শন করেন মাননীয় জাতীয় সংসদ সদস্য তানভীর ইমাম। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ ফয়সাল কাদের রুমি, সিনিয়র সহ-সভাপতি আব্দুল বাতেন হিরু, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান পান্না, মহিলা ভাইস চেয়ারম্যান রিবলী ইসলাম কবিতা, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মীর আরিফুল ইসলাম উজ্জ্বল, আরিফ বিন হাবিব, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ আল মাহমুদ সরকার প্রমুখ।

মঙ্গলবার বেলা ১১ টার দিকে উপজেলা প্রাণীসম্পদ ও ভেটেরিনারি হাসপাতালের বাস্তবায়নে এবং প্রাণীসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি), অধিদপ্তর, মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রনালয়ের সহযোগিতায় উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত প্রদর্নী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: উজ্জ্বল হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, প্রাণীসম্পদের রাজশাহী বিভাগীয় পরিচালক মো: নজরুল ইসলাম, প্রাণীসম্পদের সাবেক উপপরিচালক শাহ জামান, সিরাজগঞ্জ জেলা প্রণীসম্পদ কর্মকর্তা গৌরাঙ্গ কুমার তালুকদার, জেলা প্রণীসম্পদ ট্রেনিং কর্মকর্তা ডাক্তার হাবিবুর রহমান,
উপজেলা প্রণীসম্পদ কর্মকর্তা (ভার) ডাক্তার শামীম আখতার । পরে প্রদর্নীর প্রতিটি খামারিদের মাঝে সনদ ও পুরস্কার বিতরণ করা হয়।

মোঃ আব্দুস ছাত্তার
উল্লাপাড়া, সিরাজগঞ্জ

২৮/০২/২০২৩