কামারখন্দে ত্রয়োদশ লালন স্বরণোৎসব, ভক্তদের আত্মতৃপ্তি
আমিরুল ইসলাম,কামারখন্দ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জের কামারখন্দের নয়াচলায় সকল মানুষের মধ্যে সম্প্রতির বন্ধন তৈরীর লক্ষে গত ১২ বছরের ন্যায় এবারও আলেকশহরের প্রতিষ্ঠাতা মোহাম্মদ সাধুর তিরোধানের ৪০তম দিবস ও ত্রয়োদশ লালন স্বরণোৎসব অনুষ্ঠিত হয়েছে।
বিশ্ব হোক শান্তিময়, ভেদাভেদ ভুলে মানুষের পরিচয় হোক শুধুই মানুষ এই প্রত্যাশায় রবিবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা থেকে উপজেলার ঝাঐল ইউনিয়নের নয়াচালা আলেকশহরে মিলিত হন হাজারো লালন ভক্তরা। উপজেলা এবং জেলার লালন ভক্ত ছাড়াও দেশের বিভিন্ন জায়গা থেকে আগত লালন ভক্তদের পদরচনায় মুখরিত হয়ে ওঠে লালন চর্চা কেন্দ্র। রাতভর চলে এই জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান।
নাটোর থেকে আসা ফারুক সাধু জানান, এই আলেকশহরের প্রতিষ্ঠাতা প্রয়াত মোহাম্মাদ আলী সাধুর অনুপ্রেরণায় অনুপ্রাণিত হয়ে প্রতি বছর আমি এই লালন স্বরণোৎসবে আসি। লালন সাইজির কালাম শুনি, কালাম গাই। হৃদয়ে আত্মতৃপ্তি পাই।
লালন চর্চা ও গবেষণা কেন্দ্র আলেকশহরের প্রধান মুক্তা সাধু জানান, ‘মানুষ ভজলে সোনার মানুষ হবি’ লালন সাঁইজির এই মরমি বাণী সামনে রেখে প্রতি বছরের মত এ বছরও আমরা এই উৎসব করছি। মানুষের সঙ্গে মানুষের যে আত্মার সম্পর্ক রয়েছে সাঁইজির এই অনুষ্ঠানের মাধ্যমে মানুষের মাঝে এই বাণী ছড়িয়ে দিতে প্রতিবছর এমন আয়োজন করা হয়।
এর আগে ত্রয়োদশ লালন স্বরণোৎসবের উদ্বোধন করেন সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত মুন্না। এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম শহিদুল্লাহ সবুজ, মহিলা ভাইস চেয়ারম্যান সম্পা রহমান, ভাইস চেয়ারম্যান সেলিম রেজা প্রমুখ বক্তব্য রাখেন।