চৌহালী/এনায়েতপুর

সিরাজগঞ্জ এনায়েতপুরে বাঁধ নির্মাননের জন্য মানববদ্ধন ।

আজিজুর রহমান মুন্না,সিরাজগঞ্জ ঃ

যমুনার ভাঙন কবলিত সিরাজগঞ্জের এনায়েতপুরে মানববন্ধন করেছে এলাকাবাসী। উপজেলার ব্রাক্ষ্মনগ্রাম থেকে ভেকা পাঁচিল পর্যন্ত অবশিষ্ট ৬ কিলোমিটার এলাকা রক্ষায় বাঁধ নির্মানের দাবিতে শনিবার বেলা সাড়ে ১১টার দিকে ঘাটাবাড়ি ও আড়কান্দিতে নদী তীর জুড়ে সর্বস্তরের মানুষের অংশ গ্রহণে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধন কর্মসূচিতে স্থানীয় সমাজ সেবক আব্দুল মতিন ব্যাপারীর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন শাহজাদপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ আজাদ রহমান শাহজাহান, ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, মুল্লুক চাঁদ মিয়া, হাজী সুলতান মাহমুদ, এনায়েতপুর থানা জাতীয় পার্টির সভাপতি ফজলুল হক ডনু, ইউপি সদস্য মহির উদ্দিন, শিক্ষক শহিদুল ইসলাম, বিএনপি নেতা আব্দুস ছালাম ও হাবিব সরকার প্রমুখ।

বক্তারা বলেন, আমাদের সবাই আশ্বাস দিয়েছিল কিন্তু ১০ বছরেও বাঁধ হয়নি। এটা যদি কাজিপুর বা সিরাজগঞ্জ সদর হতো তাহলে ধস নামামাত্র প্রতিকারে ব্যবস্থা শুরু হয়ে যেত। আমরা সাধারণ মানুষ তাই কারো নজর নেই। আমরা এখন যাব কোথায়।

তারা প্রধানমন্ত্রীকে অনুরোধ জানিয়ে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী বাঁধ দিয়ে আমাদের বাঁচান।
বক্তারা জানান, গত ১০ বছর ধরে এনায়েতপুর খাজা ইউনুছ আলী মেডিকেল কলেজ ও হাসপাতাল, বিশ্ববিদ্যালয় হতে দক্ষিণে ভেকা-পাঁচিল পর্যন্ত প্রায় ৬ কিলোমিটার এলাকা জুড়ে ভাঙন চলমান। দীর্ঘদিন এলাকার ভাঙন রোধে কাজের ব্যাপারে শুধু আশ্বাসই দিয়ে গেছেন এলাকার এমপি-মন্ত্রী, নেতা ও আমলারা। কিন্তু এতো দিনেও কাজের কাজ কিছুই হয়নি।

শুধু বিলীন হয়েছে অন্তত ৩ হাজার ঘর-বাড়ি, অসংখ্য আবাদী জমি। এরা সবাই নিঃস্ব ও ছন্নছাড়া হয়েছেন। এখন বাকি যে এলাকাটুকু রয়েছে তারা শুধু ভাঙন আতঙ্কে হাহাকার করছে। অনেকেই সব কিছু হারিয়ে নদীর পাড়েই বসবাস করছেন।