উল্লাপাড়ায় আমার হাসপাতাল উদ্বোধন
উল্লাপাড়া প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের উল্লাপাড়ায়
“আমার হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার” এর উদ্বোধন করা হয়েছে । গ্রামীণ সমাজের দুস্থ ও হতদরিদ্র মানুষদের চিকিৎসা সেবা নিশ্চিতকরণের লক্ষ্যে নতুন সাজে, নতুন আঙ্গিকে অত্যাধুনিক মেশিন- যন্ত্রপাতি সংযোজনে উল্লাপাড়ায় উদ্বোধন করা হয়েছে আমার হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার ।
শুক্রবার সকালে উল্লাপাড়া পৌর শহরের শ্যামলীপাড়া বাসস্ট্যান্ড সংলগ্ন শাওন-শাহিল প্লাজায় ওই হাসপাতালের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উল্লাপাড়া উপজেলা আওয়ামিলীগের সভাপতি মোঃ ফয়সাল কাদের রুমি ও সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা ।
পরে শাওন-শাহিল প্লাজা চত্ত্বরে উল্লাপাড়া ক্লিনিক মালিক সমিতির সভাপতি রিবলী ইসলাম কবিতার সভাপতিত্বে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বিশিষ্ট সাংস্কৃতিক ব্যত্তিত্ব ড. জান্নাত আরা হেনরি, উপজেলা আওয়ামিলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, বিশিষ্ট চিকিৎসক ডাঃ সুকুমার সুরো রায়, উপজেলা ক্লিনিক মাকিক কমিটির সাধারণ সম্পাদক মোঃ এহসানুল হক সন্ট, আমার হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক মোঃ আরিফুল ইসলাম প্রমুখ ।
মোঃ আব্দুস ছাত্তার
উল্লাপাড়া, সিরাজগঞ্জ
২৪/০২/২০২৩