সিরাজগঞ্জের শাহজাদপুর ও উল্লাপাড়ার ৬ টি ইটভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন অমান্য করায় জরিমানা।
আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ ঃ
পরিবেশ অধিদপ্তরের সিরাজগঞ্জ অফিস সিরাজগঞ্জের শাহজাদপুর ও উল্লাপাড়ার ৬টি স্থানে অভিযান পরিচালনা করে ইটভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন অমান্য করায় ৬টি ইটভাটার মালিকদের দোষী সাব্যস্ত করে ২৭লক্ষ ৫০হাজার টাকা জরিমানা আদায় করেছেন।
পরিবেশ অধিদপ্তরের পরিচালনায় ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তরের ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়জুন্নেসা আক্তার।
পরিবেশ অধিদপ্তরের সিরাজগঞ্জ অফিসের সহকারী পরিচালক মোহাম্মদ আবদুল গফুর জানান, গোপন সংবাদের ভিত্তিতে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে র্যাপিড একশন ব্যাটালিয়ান ও আনসার দলের সহযোগিতায় বুধবার ২২ ফেব্রুয়ারী -২০২৩ সকাল থেকেই শাহজাদপুরের মণিপুর, তালগাছ , গাড়াদহ এলাকার ৫টি ইটভাটায় এবং উল্লাপাড়ার চালা এলাকার একটি ইটভাটায় অভিযান পরিচালনা করে দেখতে পান ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন অমান্য করে মালিকরা নিষিদ্ধ এলাকায় ভাটা স্থাপন ও জেলা প্রশাসনের অনুমতি ছাড়াই মাটি ব্যবহার করছে। এ অপরাধে শাহজাদপুরের এম আর এম ১ও২ ইটভাটার মালিক সাইফুল ইসলামের ১০লক্ষ ‘টাকা এম এম এস বি ইটভাটার মালিক সৌরভ হাসানের ৫লক্ষ টাকা এম এম এইচ ইটভাটার মালিক রফিকুল ইসলামের ৫লক্ষ টাকা এবং কথা ব্রিকস এর মালিক মোহাম্মদ জাকির হোসেনের ৫লক্ষ টাকা ও উল্লাপাড়ার এফ এন্ড এফ ইটভাটার মালিক ফরজ আলীর ২লক্ষ ৫০হাজার টাকা জরিমানা তাৎক্ষণিক আদায় করেন। তিনি জানান, সিরাজগঞ্জ জেলাপ্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমানের নির্দেশনা ও তত্ত্বাবধানে সিরাজগঞ্জ পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে এ অভিযান পরিচালনা করা হয়েছে।