সিরাজগঞ্জে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এবং বিশ্ব রাজনীতিতে এর প্রভাব শীর্ষক সেমিনার অনুষ্ঠিত ।
আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ ঃ
সিরাজগঞ্জ সরকারি কলেজের আয়োজনে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এবং বিশ্ব রাজনীতিতে এর প্রভাব শীর্ষক সেমিনার অনুষ্ঠিত ।
বুধবার (২২ফেব্রুয়ারি) সকাল ১১ টায় সিরাজগঞ্জ সরকারি কলেজের শেখ কামাল অডিটোরিয়াম উক্ত সেমিনারের প্রধান অতিথি বক্তব্যে রাখেন, সিরাজগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর টি.এম.সোহেল।
তিনি তার বক্তব্যে বলেন, বৈশ্বিক ক্ষেত্রে সংকট থাকলেও বাংলাদেশের অর্থনীতি এখন স্থিতিশীল। বিশ্বব্যাপি করোনার মহামারী পরিস্থিতি শেষ না হতেই শুরু হয় রাশিয়া – ইউক্রেন যুদ্ধ। এই দুই অনাকাঙ্ক্ষিত ও অনভিপ্রেত ঘটনা সংকটের মুখে পড়ে বিশ্ব অর্থনীতি পৃথিবীর প্রায় সকল দেশেই দেখা যায় মূল্য স্ফীতি, বেড়ে যায় আমদানি ও ভোগ্য পণ্যের দাম। বর্তমানে বাংলাদেশের অর্থনীতি এর প্রভাব পড়লেও অর্থনীতি স্থিতিশীল রয়েছে।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মোঃ সুলতান মাহমুদ, কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক, হিসাব বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ শরীফ- উস- সাঈদ ।
প্রবন্ধ উপস্থাপন করেন, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ড. মোঃ হারিজ উদ্দিন
সভাপতিত্ব করেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক মোহাম্মদ মিজানুল হক।
সেমিনারে বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগণ, সকল অধ্যাপক, সহযোগী অধ্যাপকগণ, শিক্ষক, কর্মকর্তা- কর্মচারীবৃন্দরা, শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।