রাজশাহী বিভাগীয় কমিশার কাপ অনূর্ধ্ব -১৫ প্রমীলা ফুটবল টূর্ণামেন্টের উদ্বোধনে সিরাজগঞ্জের প্রমীলাদের জয়
আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ ঃ
রাজশাহী বিভাগীয় কমিশনার কাপ অনূর্ধ্ব-১৫ প্রমীলা ফুটবল টুর্নামেন্ট-২০২৩ এর উদ্বোধনী খেলায় সিরাজগঞ্জ জেলা অনূর্ধ্ব-১৫ প্রমীলা দল ৩-০ গোলে নওগাঁ জেলা দলকে হারিয়ে সেমিফাইনালে উন্নীত হয়েছে।
রোববার (১২ ফেব্রুয়ারী) সকালে রাজশাহী মহিলা ক্রীড়া কমপ্লেক্স মাঠে উক্ত খেলা অনুষ্ঠিত হয়।
এসময়ে সিরাজগঞ্জ জেলা মহিলা ক্রীড়া সংস্থা’র সাধারণ সম্পাদক, টিম ম্যানেজার ফারজানা সিদ্দিকা অপু , সিরাজগঞ্জ জেলার সাবেক কৃতি ফুটবলার বাংলাদেশ শিশু-কিশোর খেলোয়াড় কল্যাণ সমিতির সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি ও প্রধান কোচ মোঃ রেজাউল করিম খোকন সিরাজগঞ্জ প্রমীলা ফুটবল দলের সকল খেলোয়াড়, কোচ ও কর্মকর্তাদের সাথে রয়েছেন এবং প্রমীলা ফুটবলারদের আন্তরিক অভিনন্দন ও প্রাণঢালা শুভেচ্ছা জানান।
জানা গেছে, উক্ত প্রমীলা ফুটবল টূর্ণামেন্ট রাজশাহী বিভাগের ৮ জেলার টিম অংশ গ্রহণ করবে।