সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে শেখ কামাল আন্তঃস্কুল ও মাদ্রাসা এ্যাথলেটিকস প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ। 

 

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ ঃ

 

সিরাজগঞ্জে জেলা পর্যায়ে  আন্তঃ উপজেলা শেখ কামাল আন্তঃস্কুল ও মাদ্রাসা এ্যাথলেটিক প্রতিযোগিতা-২০২৩ এর প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। খেলায়  জেলার ৯টি উপজেলার এ্যাথলেটরা অংশগ্রহণ করে। খেলায়  ৬ষ্ঠ-৮ম শ্রেণির বালক ও বালিকাদের ১০০, ২০০ মিটার দৌঁড়, হাই জাম্প ও লং জাম্প।
৯ম ও ১০ম শ্রেণির বালক-বালিকাদের ১০০, ২০০, ৪০০, ৮০০ ও ১৫০০ মিটার দৌঁড়, হাই জাম্প, লং জাম্প, ট্রিপল জাম্প, জেভলিন থ্রো, শটপুট, জিসকাস ও ৪০০×১০০ মিটার রিলে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ এ্যাথলেটিকস ফেডারেশনের আয়োজনে সিরাজগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায়

শুক্রবার (১০ ফেব্রুয়ারী)  সকাল১০ টা হতে বিকেল ৪ টা পর্যন্ত  সিরাজগঞ্জের শহীদ শামসুদ্দিন স্টেডিয়াম মাঠে উক্ত খেলার শুভ উদ্বোধন এবং পুরস্কার বিতরণ করেন, সিরাজগঞ্জ -(২) সদর -কামারখন্দ আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যাপক ডাঃ মোঃ হাবিবে মিল্লাত মুন্না। এতে সভাপতিত্ব করেন, জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব অ্যাডভোকেট কে.এম. হোসেন আলী হাসান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল)  মোঃ রেজাওয়ানুল ইসলাম,  অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ মোবারক হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোঃ তমাল হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ রায়হান কবীর, কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার সুখময় সরকার, বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার মোঃ আনিসুর রহমান, রায়গঞ্জ উপজেলা নির্বাহী অফিসার তৃপ্তি কণা মন্ডল, চৌহালী উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুল ইসলাম সহ অন্যান্য উপজেলা নির্বাহী অফিসার, জেলা প্রশাসক কার্যালয়ের সহকারি কমিশনার রিদওয়ান আহমেদ রাফি, সহকারি কমিশনার মোঃ ফজলে রাব্বি, অমৃতা শারলীন রাজ্জাক, প্রতীতি পিয়া, সিরাজগঞ্জ জেলা পরিষদ সদস্য মোঃ একরামুল হক একরাম, জেলা আওয়ামী লীগের সাবেক তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মোঃ আনোয়ার হোসেন ফারুক, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ক্রীড়াবিদ বীরমুক্তিযোদ্ধা গাজী শফিকুল ইসলাম শফি, জেলা ক্রীড়া সংস্থার সাবেক সহ-সভাপতি সঞ্চয় সাহা যুগ্ন-সম্পাদক বীরমুক্তিযোদ্ধা গাজী আলতাফ হোসেন,জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ফারজানা সিদ্দিকা অপু, জেলা  প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক সমিতির সভাপতি মোঃ আমিনুর ইসলাম, সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ আলামিন তালুকদার প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনায়  ছিলেন, সিরাজগঞ্জ জেলা ক্রীড়া অফিসার মোঃ মাসুদ রানা। খেলার ধারা বর্ননায় ছিলেন, আব্দুল্লাহ আল মাহমুদ।