সিরাজগঞ্জে হিন্দুধর্মাবলম্বীদের মৃতদেহের সৎকারে নিয়োজিতদের মাঝে কম্বল বিতরণ
আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ ঃ
ফারাজ আইয়াজ স্মৃতি পরিষদ সিরাজগঞ্জের উদ্যোগে হিন্দুধর্মাবলম্বীদের মৃতদেহের সৎকারে নিয়োজিতদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২৪ জানুয়ারি) সকালে সিরাজগঞ্জ শহরের সিরাজী সড়ক হতে হিন্দু সম্প্রদায়ের মৃতদেহের সৎকারে বা শেষকৃত্য নিয়োজিত সিরাজগঞ্জের প্রায় অর্ধশতাধিক শীতার্ত দরিদ্র হিন্দুদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করেন, ফারাজ আইয়াজ স্মৃতি পরিষদ সিরাজগঞ্জের সভাপতি প্রদীপ সাহা।
এসময়ে বীরমুক্তিযোদ্ধা অরুণ ফাউন্ডেশন সিরাজগঞ্জের সমম্বয়ক মঞ্জুরুল আলম, ডাঃ শিবেন্দনাথ মন্ডল সহ ফারাজ আইয়াজ স্মৃতি পরিষদের কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন। ফারাজ আইয়াজ স্মৃতি পরিষদ সিরাজগঞ্জের সভাপতি প্রদীপ সাহা বলেন, প্রচন্ড হাড় কাপানো শীতে কষ্টে কাতর হয়ে সনাতনধর্মাবলম্বীদের মৃতদেহের শেষকৃত্য কার্যে নিয়োজিত দের কষ্ট দেখে কম্বল বিতরণ করার উদ্যোগ গ্রহণ করি। এছাড়াও ফারাজ আইয়াজ স্মৃতি পরিষদ সংগঠন উদ্যোগে দূর্গাপূজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের অসহায়,দরিদ্র নারী -পুরুষদের মাঝে আমরা শাড়ি ও লুঙ্গি বিতরণ করা সহ মানবতার কাজ করছি। দেশের বিভিন্ন জাতীয় দিবস উদযাপন করে আসছি।