সরকারকে সরাতে পাঠ্যপুস্তকের ওপর ভর করার অপচেষ্টা চলছে : শিক্ষামন্ত্রী
কোনো ইস্যু না পেয়ে আওয়ামী লীগ সরকারকে সরাতে কেউ কেউ নতুন শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তকের ওপর ভর করার চেষ্টা করছেন বলে অভিযোগ তুলেছেন শিক্ষামন্ত্রী ড. দীপু মনি। তাদের নিয়ে করুণা করা যায় মন্তব্য করে তিনি বলেন, পাঠ্যপুস্তক নিয়ে তারা যা বলছেন, তা মিথ্যাচার। সেটি মেনে নেওয়া যায় না। যেগুলো ভুল এখন পর্যন্ত পাওয়া গেছে তা সংশোধন করে শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠানো হয়েছে। বাকি বইগুলো সবার জন্য উন্মুক্ত আছে। সবাই মতামত দেন। যেসব মতামত যৌক্তিক তা গ্রহণ করা হবে।
সোমবার (২৩ জানুয়ারি) রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।