জাতির জনক বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর আলহাজ্ব আব্দুল মালেক এর ৭ম মৃত্যু বার্ষিকী পালিত
তৌকির আহাম্মেদ হাসু, স্টাফ রিপোর্টার:
বীর মুক্তিযোদ্ধা ও মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, ১৯৭০ সালের প্রাদেশিক পরিষদ সদস্য, ১৯৭৩ সালের জাতীয় সংসদ সদস্য, অস্থায়ী মুজিবনগর সরকারের অর্থ কমিটির অন্যতম সদস্য, মহান স্বাধীনতা যুদ্ধে ১১ নং সেক্টরের ইয়ুথ ক্যাম্পে সভাপতি, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী, সরিষাবাড়ী উপজেলা আওয়ামী লীগের প্রায় অর্ধ শতাব্দীর সভাপতি,উপজেলা পরিষদের চেয়ারম্যান জাতির জনক বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর আলহাজ্ব আব্দুল মালেক এর ৭ম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে।জামালপুরের সরিষাবাড়ীতে গতকাল বৃহস্পতিবার সকাল থেকে এ কর্মসূচী পালন করা হয়। মৃত্যুবার্ষিকী কর্মসূচীর মধ্যে ছিলো- কবরে পুষ্পস্তবক অর্পণ, কোরআন খতম, স্বরণ সভা, আলোচনা সভা ও মিলাদ ও দোয়া মাহফিল ও কাঙ্গালী ভোজ। পারিবারিক ও দলীয় সূত্রে জানা যায়,বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল মালেক ২০১৬ সালের ১৯ জানুয়ারী সন্ধ্যায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যু বরণ করেন। মরহুমের ৭ম মৃত্যু বার্ষিকীতে শত শত নেতাকর্মী ও বিভিন্ন পেশাজীবীর লোকজন সমাগম হয়। বিনম্র শ্রদ্ধা-ভালোবাসায় এ সময় সরিষাবাড়ী উপজেলা আওয়ামীগের সভাপতি আলহাজ্ব ছানোয়ার হোসেন বাদশা, পৌরসভার মেয়র মনির উদ্দিন, প্রয়াত আলহাজ্ব আব্দুল মালেক এর ছেলে স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় মৎস্য ও প্রাণিসম্পদ বিষয়ক সম্পাদক জামালপুর-৪ সরিষাবাড়ী আসনের নৌকা মনোনয়ন প্রত্যাশী প্রকৌশলী মাহবুবুর রহমান হেলাল,পৌর আওয়ামী লীগের সভাপতি মিজানুর রহমান মিজান,সহ সভাপতি মঞ্জুরুল ইসলাম বিদ্যুৎ, সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজু, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম রনি, ভাটারা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও চেয়ারম্যান বোরহান উদ্দিন বাদল প্রমুখ।বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সরিষাবাড়ী উপজেলা প্রেস ক্লাব, শিমলা বাজার টাউন বনিক সমিতি, কামরাবাদ ইউনিয়ন পরিষদ, ভাটারা ইউনিয়ন পরিষদ, মরহুমের পরিবার সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা-কর্মীগণ উপস্থিত ছিলেন।