তাড়াশ

রাসায়নিক সার ও ডিজেলের সংকট না থাকায় তাড়াশে রেকর্ডকৃত বোরো আবাদের লক্ষ্যমাত্রা

 

লুৎফর রহমান, তাড়াশঃ

করোনা পরবর্তী অধিক খাদ্য উৎপাদনের লক্ষ্যে সিরাজগঞ্জের তাড়াশে ব্যাপক হারে বোরো আবাদ শুরু হয়েছে। এ দিকে রাসায়নিক সার ও ডিজেলের সংকট না থাকায় কৃষকরা সাচ্ছন্দে বোরো আবাদে ব্যস্ত সময় পার করেছেন।
উপজেলা তাড়াশ কৃষি অধিদপ্তর সূত্রে জানা গেছে, খাদ্য শস্য ভান্ডার খ্যাত তাড়াশে চলতি বছর প্রায় ২২ হাজার ৫০০ হেক্টর জমিতে ব্রি-৯০, কাটারীভোগ, ব্রি-৪৯, ব্রি-৫১, স্থানীয় জাত আব্দুল গুটিসহ বিভিন্ন জাতের বোরো ধানের আবাদের লক্ষ্যমাত্র নিধারণ করা হয়েছে। বর্তমানে পৌষের শেষে উপজেলার ৮ টি ইউনিয়ন এবং একটি পৌরসভার এলাকার ফসলী জমিতে সেচ দিয়ে জমি চাষের পাশাপাশি কৃষক বোরো ধান লাগানো শুরু করেছেন।
আবার সরিষা আছে এমন জমিতে বোরো ধান লাগানোর জন্য শত শত কৃষক চারা বীজ প্রস্তুত রেখেছেন। যেন সরিষা তোলার পরেই দ্রুত বোরো ধান আবাদ করতে পারেন।
বারুহাস ইউনিয়নের কাজিপুর গ্রামের কৃষক আবুল কালাম আজাদ বলেন, আমি আশি বিঘা জমিতে বোরো ধান লাগাই প্রায় সব ধরনের সার সংগ্রহ করেছি। ডিলারদের কাছ থেকে সরকারি মূল্যই সার পাচ্ছি।
তাড়াশ কৃষি অধিদপ্তর সূত্রে আরো জানা গেছে কৃষকদের প্রয়োজন পড়বে ৫ হাজার টন ইউরিয়া, ১৬ মেট্রিক টন টিএসপি, ২০ মেট্রিক টন ডিএপি, ৬৪ মেট্রিক টন এমওপি সার। যার পুরোটাই পর্যায় ক্রমে উপজেলার ১২ জন সার ডিলারের মাধ্যমে কৃষকদের মাঝে বিক্রি নিশ্চিত করা হয়েছে।
এ দিকে পর্য্যাপ্ত সরকারী ভাবে ইউরিয়া, টিএসপি, ডিএপি, এমওপি সার ও ডিজেল সরবাহ থাকায় উপজেলার হাজার হাজার কৃষক সাচ্ছন্দে ভাবে বোরো আবাদ করতে পারবেন এমনটি জানিয়েছেন তালম ইউনিয়নের চৌড়া কৃষক মিজানুর রহমান ।

এ বিষয়ে তাড়াশ উপজেলা ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের সভাপতি আমিরুজ্জামান আমির বলেন, পর্যাপ্ত রাসায়নিক সারের বরাদ্দ রয়েছে । সরকারের নির্ধারিত দামে সার বিক্রি করা হচ্ছে। সারের কোন সংকট নেই।

এ প্রসঙ্গে তাড়াশ উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, তাড়াশ উপজেলা ধান উৎপাদনে জেলার মধ্যে শীর্ষে রয়েছে। অধিক খাদ্য উৎপাদনের লক্ষ্যে কৃষকদের প্রয়োজন মতো রাসানিক সার ও ডিজেল সরবারাহ নিশ্চিত করা হয়েছে। সারানিক সার ও ডিজেলের কোন সংকট নেই।