শিশুর জন্ম নিবন্ধন করলেই উপহার দিচ্ছেন বহুলী’র ইউপি চেয়ারম্যান মোঃ ফরহাদ হোসেন
আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ ঃ
সিরাজগঞ্জে শিশুর জন্ম নেওয়ার কয়েক দিনের মধ্যে নিবন্ধন করলেই উপহার দিচ্ছেন সিরাজগঞ্জ সদর উপজেলা ৩নং বহুলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ফরহাদ হোসেন সেখ।
বুধবার (১১ জানুয়ারী-২০২৩) দুপুর ২টায় দিকে সিরাজগঞ্জ সদর উপজেলার ৩নং বহুলী ইউনিয়ন পরিষদে- ইউনিয়নের সড়াইচন্ডি গ্রামের মোঃ হানিফ উদ্দিন-মোছাঃ কামনা খাতুন তার কন্যাশিশু মোছাঃ সিনহা’র জন্মের ৩২ দিন পর ইউনিয়ন পরিষদে এসে জন্ম নিবন্ধন করেন। এসময়ে ৩নং বহুলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ফরহাদ হোসেন সেখ ও ইউপি সচিব মোঃ আসলাম উদ্দিন সেখ শিশুর পিতা- মাতাকে শুভেচ্ছা জানান এবং ইউনিয়ন কার্যালয়ের অফিসে শিশুর মায়ের হাতে শীতের জামা, হ্যান্ড স্যানিটাইজার,ডিটল সাবান, তৈল ও বিভিন্ন ধরনের স্বাস্থ্য সু-রক্ষা উপকরণ উপহার সহ জন্ম নিবন্ধন মুল কপি হাতে তুলে দেন।
সঠিক সময়ে সব বাবা-মাকে সন্তানের জন্ম নিবন্ধনে উৎসাহিত করতেই ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছেন পরিষদের চেয়ারম্যান মোঃ ফরহাদ হোসেন সেখ । তার এই উদ্যোগটি পুরো ইউনিয়ন সহ সিরাজগঞ্জে প্রশংসনীয় হয়ে উঠেছে। স্বাগত জানিয়েছেন ইউনিয়নের সর্বস্তরের মানুষ। শিশুদের জন্ম নিবন্ধন করতে উৎসাহিত হচ্ছেন জন্মদাতারা ।
উপহার পেয়ে শিশুর পিতা-মাতারা জানান, জননেত্রী শেখ হাসিনার ঘোষনায় নাগরিক অধিকার করতে নির্ভুল জন্ম নিবন্ধন করেছি। উপহার পেয়ে আমার অনেক ভালো লাগছে । ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে ধন্যবাদ জানাই এরকম ব্যতিক্রম উদ্যোগ গ্রহণ করার জন্য।
চেয়ারম্যান মোঃ ফরহাদ হোসেন সেখ বলেন, নির্ভুল জন্ম-মৃত্যু নিবন্ধন করব,শুদ্ধ তথ্যভান্ডার গড়ব। শুধু জন্ম নিবন্ধনই নয়, সবার বাড়িতে বাড়িতে কর ট্যাক্স প্রদানের পাশ বই ফ্রী তে সবার মাঝে বিতরণ করছি। স্থানীয় সরকারের এ প্রতিষ্ঠানকে শক্তিশালী করতে ও সরকারের নানামুখী কর্ম পরিকল্পনা বাস্তবায়নে শতভাগ কাজ করছি। শতভাগ হোল্ডিং ট্যাক্স ও ভূমি উন্নয়ন কর আদায়, স্ট্যান্ডিং কমিটির মিটিং, গ্রাম আদালতকে কার্যকর করা, উন্মুক্ত বাজেট ঘোষণাসহ নাগরিকত্ব সনদপত্র দিতে সরকারি নির্দেশনাকে অনুসরণ করছি।