উল্লাপাড়া

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ২ বিএনপির নেতা গ্রেফতার

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ:

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় নাশকতার মামলায় বিএনপির দুই নেতাকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার (১ নভেম্বর) দুপুরে তাদের কারাগারে পাঠানো হয়। এর আগে ভোরে উপজেলার জংলীপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন উপজেলার দুর্গানগর ইউনিয়ন বিএনপির সচিব মহির উদ্দিন দুলাল (৪০) ও কয়ড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মজনু ফকির (৫০)।

উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান কওশিক আহমেদ জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নাশকতা ও পুলিশের কাজে বাধা দানের অভিযোগে একাধিক মামলা রয়েছে। বৃহস্পতিবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।