রায়গঞ্জে শিক্ষক সমিতির সভাপতি ইয়াকুব আলীর উপর সন্ত্রাসী হামলা করার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত
আজিজুর রহমান মুন্না সিরাজগঞ্জ ঃ
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার সলঙ্গা থানাধীন ভূঁইয়াগাতী বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক ও রায়গঞ্জ উপজেলার শিক্ষক সমিতির নব-নির্বাচিত সভাপতি মোঃ ইয়াকুব আলীকে কতিপয় সন্ত্রাসীরা হামলা ও মারপিট করে এবং চাঁদা করার প্রতিবাদে প্রতিবাদ সভা, মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) বেলা ১১ টার দিকে রায়গঞ্জ উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কের পাশে ভূঁইয়াগাতী বাসস্ট্যান্ডে রায়গঞ্জ উপজেলার শিক্ষক সমিতির আয়োজনে ঘন্টাব্যাপী মানববন্ধন ও প্রতিবাদ সভার সভাপতিত্ব করেন, রায়গঞ্জ উপজেলার শিক্ষক সমিতির সিনিয়র সহ-সভাপতি মোঃ গোলাম রব্বানী’র মানববন্ধন পূর্বক প্রতিবাদ সভায় বক্তব্যে রাখেন, রায়গঞ্জ উপজেলার শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোঃ শামীম হাসান তালুকদার, শিক্ষক নেতা আব্দুর রউফ বকুল, আসাদুল আলম, সিরাজুল ইসলাম, সুব্রত চক্রবর্তী, সেলিম হাসান প্রমুখ।
পরে রায়গঞ্জ উপজেলার শিক্ষক সমিতির পক্ষে থেকে উপজেলা নির্বাহী অফিসার তৃপ্তি কণা মন্ডল এর কাছে স্মারক লিপি প্রদান করা হয়েছে। উক্ত মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তারা বলেন, ঘটনার সাথে জড়িত সকল সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার করে শাস্তি দেওয়া দাবি জানান। জানা যায় যে, সম্প্রতি রায়গঞ্জ উপজেলার ঘুড়কা ইউনিয়নের ভূঁইয়াগাতী বালিকা উচ্চবিদ্যালয়ের নিয়োগের বিষয় নিয়ে প্রধান শিক্ষক মোঃ ইয়াকুব আলীকে স্থানীয় মৃত বজলার রহমানের ছেলে ও তার সহযোগি সাইদুল ইসলাম সহ গং উশৃংখল সন্ত্রাসী কতিপয় যুবকেরা প্রথমে বাকবিতন্ডা করে চাঁদার টাকা দাবি করে শিক্ষক নেতা ইয়াকুব আলী মারপিট করে এসময়ে অন্য শিক্ষকেরা এগিয়ে আসলে তাদের কেও মারপিট করে সন্ত্রাসীরা স্থান ত্যাগ করে।