সিরাজগঞ্জে ইসলামিক ফাউণ্ডেশনের উদ্যোগে গণ শিক্ষা শিক্ষকদের মাঝে সনদ বিতরণ
নিজস্ব প্রতিবেদক ঃ
সিরাজগঞ্জে দিনব্যাপী সামাজিক আচরণ পরিবর্তন উন্নয়ন যোগাযোগ কার্যক্রম বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল মঙ্গলবার ( ২৪ অক্টোবর) সকাল বিকেল ৩ টায় জেলা মডেল মসজিদে , ইমাম প্রশিক্ষণ একাডেমি আয়োজনে ও ইসলামিক ফাউণ্ডেশন সিরাজগঞ্জ এর বাস্তবায়নে ইউনিসেফ বাংলাদেশ এর কারিগরি সহায়তায় অনুষ্ঠানের সভাপতি ইসলামিক ফাউণ্ডেশন সিরাজগঞ্জ উপ-পরিচালক মোহাম্মদ ফারুক আহামেদ এর সভাপতিত্বে
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গণ শিক্ষা শিক্ষকদের মাঝে সনদ বিতরণ হাতে তুলেদেন
জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ।
অনুষ্ঠানের প্রধান অতিথি ড. ফারুক আহাম্মদ তিনি বলেন, প্রথমে স্মরণ করছি স্বাধীনতার স্থপতি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে তিনি বলেন ইসলামিক ফাউণ্ডেশন প্রতিষ্ঠাতা করে ছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সামাজিক আচরণ পরিবর্তনে মসজিদভিক্তিক শিশু গণশিক্ষা কার্যক্রমের শিক্ষকগনেণের উন্নয়ন যোগাযোগের মাধ্যমে সামাজিক সম্পৃক্তকরণ প্রশিক্ষক প্রশিক্ষণ কোর্স কর্মশালায় শুধু মাএ মহিলাদের অংশগ্রহণে। সিরাজগঞ্জে ইসলামিক ফাউণ্ডেশন সকল সময়ে সমাজে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছে। একই সংগে ধন্যবাদ জানাই ইউনেসেফ কে ও ইসলামিক ফাউণ্ডেশন কে তিনি বলেন বিভিন্ন সময়ে অসহায় মানুষদের পাশে থেকে হাতে কলমে শিক্ষা ও প্রশিক্ষণ কোর্সের মাধ্যমে তাদেরকে সাবল্মবী ভাবে গড়ে তুলবে। এই প্রশিক্ষণ গ্রহণ করে তারা অন্যজনদের মাঝে ছড়িয়ে দিবে। মাতৃ কালীন সাস্থ্য বিষয় সম্পর্কে সবাইকে সতর্ক থাকতে হবে, এবং গর্ভবতী মহিলাদের শরীরের দিকে লক্ষ রাখতে হবে, এবং তাদের কে খুব খেয়াল রাখতে হবে। এবং নবজাতক শিশুও বয়স্ক ব্যাক্তিদের বিষয়ে প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, পরিস্কার পরিচ্ছন্নতা বিষয়ে আমাদের সকলকে খাবারের পূর্বে ভালো ভাবে হাত ধুঁয়ে নিতে হবে। একটি শিশু জন্ম গ্রহণ করলে ঐ শিশুকে ইউনিয়ন পরিষদ বা পৌরসভায় গিয়ে জন্মনিবন্ধন সকলের করা উচিৎ।
সে সময়ে আরো উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কার্যালয়ে সহকারী কমিশনার মোঃ রেদোয়ান আহমেদ রাফি, প্রমূখ,
পবিএ কোরআন থেকে তেলেওয়াত করেন সদর উপজেলা ফিল্ড সুপারভাইজার মাহবুবুর আলম, অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের ফিল্ড অফিসার মহিউদ্দিন আহমেদ,