সিরাজগঞ্জের কামারখন্দের বেকার যুবক শাহিন পেলেন অটোভ্যান
আমিরুল ইসলাম,কামারখন্দ (সিরাজগঞ্জ) সংবাদদাতাঃ
হতদরিদ্র বেকার যুবক শাহিনকে ফেসবুক থেকে সংগৃহিত অর্থে ব্যাটারি চালিত অটোভ্যান কিনে দেওয়া হয়েছে । এই অটোভ্যানের মাধ্যমে তিনি এবং তার পরিবারের জীবিকা নির্বাহের সুযোগ করে দিলেন মানবতার ফেরিওয়ালা হিসেবে পরিচিত সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কৃতি সন্তান ফেসবুক আইকন মামুন বিশ্বাস।সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার দশশিকা পূর্বপাড়ার ছেলে শাহীন।
শনিবার সকালে উপজেলা পরিষদ চত্বরে শাহিনকে অটোভ্যানটি হস্তান্তর করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মেরিনা সুলতানা এবং দি বার্ডস সেফটি হাউসের চেয়ারম্যান ও মানবতার ফেরিওয়ালা ফেসবুক আইকন মামুন বিশ্বাস।
এসময় মামুন বিশ্বাস জানান, শাহিনের ঘর প্লাস্টিকের কাগজ ও খড়কুটো দিয়ে তৈরি করে এক ঘরে স্ত্রী, মা ও ছোট ভাইকে নিয়ে বাস করে। এমন বিষয়টি বিস্তারিত তুলে ধরে আমার ভেরিফাইড ফেসবুক পেজে সাহায্যের আবেদন চাইলে দেশ ও বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে শাহিনের জন্য টাকা এসে আমার বিভিন্ন হিসাব নম্বরে ফেসবুক বন্ধুরা শাহিনের জন্য ৪৬ হাজার টাকা পাঠান। টাকার বিষয়টি কামারখন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে পরামর্শ করলে তিনি সরকারি বরাদ্দ সাপেক্ষে ঘর করে দেওয়ার আশ্বাস দেন এবং ফেসবুক থেকে সংগৃহিত টাকা দিয়ে শাহিনকে একটি অটোভ্যান কিনে দেওয়ার পরামর্শ প্রদান করেন। যাতে তিনি তারপরিবার নিয়ে চলতে পারে। পরে ওই টাকা দিয়ে শাহিনকে একটি ব্যাটারি চালিত অটোভ্যান কিনে দেওয়া হয়।
অটোভ্যান পাওয়া শাহিন জানান, কয়েক মাস আগে ঢাকা থেকে পরিবার নিয়ে গ্রামে চলে আসি। ব্যবসা করার মত বা অটোভ্যান কেনার মত মূলধন না থাকায় দিন মজুরের কাজ করতাম। কিন্তু বেশ কয়েক মাস হলো কাজ না পেয়ে পরিবার নিয়ে খুব কষ্টে দিনাতিপাত করেছি। অনেক সময় না খেয়েও থেকেছি। এখন থেকে আর সংসার নিয়ে দুশ্চিন্তা করতে হবে না। অটোভ্যান চালিয়ে খুব ভালো ভাবে জীবিকা নির্বাহ করতে পারবো।
এসময় আরো উপস্থিত ছিলেন , উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী শফিউর রহমান, কামারখন্দ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রুবেল, রায়গঞ্জ প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক হায়দার আব্বাস প্রমুখ।
আমিরুল ইসলাম
কামারখন্দ, সিরাজগঞ্জ।
১৫/১০/২০২২