কালিহাতীতে বাড়িতে ডুকে হামলা–ভাঙচুর, হত্যার হুমকি
মো. শরিফুল ইসলাম, টাঙ্গাইল প্রতিনিধি.
টাঙ্গাইল কালিহাতী উপজেলার পাইকড়া ইউনিয়নে সুড়াবাড়ী তানবীরের বাড়িতে হামলা ও ঘরের আসবাব ভাঙচুর ও নগত ৫৫ হাজার টাকা লুট হওয়ার ঘটনা ঘটেছে। এ সময় মাসুম সহ কয়েকজন তানবীরের মাকে অকথ্য ভাষায় গালাগালি করে এবং তানবীরসহ তার মাকে হত্যার হুমকি দেয়। গত বুধবার পাইকড়া ইউনিয়নের সুড়াবাড়ী এলাকায় তানবীরের বাড়িতে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী উপজেলার পাইকড়া ইউনিয়নের সুড়াবাড়ী গ্রামের আজম খানের ছেলে তানবীর খান বলেন, আমি আমার নিজের প্রয়োজনে বাড়িতে ইন্টারনেট লাইন নেই। ইউনিয়নের ছাতিহাটি বাজারের আর এম স্যাটালাইট সিস্টেম ইন্টারনেট ব্যবসায়ি রফিকের লাইন বিগত ৫ বছর যাবত চালিয়ে যাচ্ছি এর মধ্যে আমার পাশের বাড়ির প্রবাসী মোরশেদ এর স্ত্রী রাশেদা আমার রাডার থেকে শেয়ার লাইন নিয়ে কিছুদিন চালানোর পর লাইনে ধির গতি হওয়াতে আমি রাশেদাকে লাইন দিতে পারবো না বলাতে। তারপর লাইনম্যান মাছুমের সাথে কয়েকদিন আগে ফোনে কথা কাটা কাটির মধ্যে সেও গালাগালি করে আমিও গালাগালি করি তখন মাছুম আমাকে হত্যার হুমকি দেয়। আমি নানার বাড়ি ইউনিয়নের কোনাবাড়ী ছিলাম। বুধবার সকালে আবারও ফোনে কথা কাটাকাটি হয়। মায়ের মাধ্যমে জানতে পারি ঐদিন সন্ধ্যায় আমার বাবা ঢাকা চাকরি করে মা বাড়িতে একা থাকায় তাকে অনেক বাঝে গালাগালি করেছে মারার হুমকি দিয়েছে।
তানবীরের মা বলেন, আমি অসুস্থ বাড়িতে একা থাকি দুপুরে ঘুমের ঔষধ খেয়ে ঘুমিয়ে ছিলাম ঘুম না ভাঙতে গত বুধবারসন্ধ্যা ৭টার সময় ইন্টারনেট লাইনের মাসুম সহ কয়েকজন আমার বাড়িতে হামলা চালায় অকথ্য ভাষায় গালাগালি করে এবং আমার ছেলে তানবীরসহ আমাকে হত্যার হুমকি দেয়। তারা আমার ছেলে থাকার ঘরের দরজা বেঙে ঘরে ডুকে ছেলেকে না পেয়ে আমার থাকার ঘরে ভেতর ঢুকে আসবার পত্র ভাঙচুর করে। আলমারির ডয়ার বেঙে ডয়ারে থাকা ৫৫ হাজার টাকা নিয়ে চলে যায়। বাধা দিলে তারা আমার ওপর হামলা করে এবং আমার হাতে থাকা মোবাইল ফোনটি সিনিয়ে নিয়ে বেঙে ফেলে।
ছাতিহাটি বাজার আর এম স্যাটালাইট সিস্টেম ইন্টারনেট ব্যবসায়িক পার্টনার মাসুম জানান, আমার সেখানে যাওয়া ভুল হইয়েছে। কিন্তু তারা যে টাকা বা ভাঙচুরের কথা বলেছে এটা মিথ্যা। ঘটনার পরের দিন ছাতিহাটি বাজারে বসে ইউপি সদস্য মোতালেব, গণি মাষ্টার, জনি, দেলোয়ার, রফিক ভাই সহ অনেকই সাথে থেকে মিমাংসা করে দিয়েছে।
আর এম স্যাটালাইট সিস্টেম ইন্টারনেট ব্যবসায়িক রফিক জানান, মাসুমের সেখানে যাওয়াটা ভুল হয়েছে বিদায় তানবীরের পক্ষ থেকে গণি মাষ্টারসহ বেশ কিছু লোক সাথে রেখে আমার অফিসে বসে ঘটনাটা মিমাংসা করে দিয়েছি।
ইউপি সদস্য মোতালেব বলেন, মোবাইল ফোনে দুই জনের মধ্যে কথা কাটা কাটি নিয়ে বাড়িতে আসা ভুল হয়েছে আমার কয়েকজনে বসে মিমাংসা করে দিয়েছি।
এ বিষয়ে ইউপি চেয়ারম্যান আজাদ হোসেন বলেন, আমার জানা নেই, এ পর্যন্তই কেউ আমাকে জানাই নাই।
মো. শরিফুল ইসলাম,
টাঙ্গাইল প্রতিনিধি।