উল্লাপাড়ায় চাঞ্চল্যকর কৃষক ছাইদুর হত্যার ৩ আসামী গ্রেফতার
উল্লাপাড়া প্রতিনিধিঃ মোঃ আব্দুস ছাত্তার
উল্লাপাড়ার কৃষক ছাইদুর রহমান রঞ্জু (৪০) এর হত্যাকান্ডের রহস্য উদঘাটিত হয়েছে। ভাড়া দেওয়া নৌকায় নাচ গানের দলের ভাড়া নিয়ে গোলযোগের জের ধরে ছাইদুরকে খুন করেছে ঘাতকেরা।
সিরাজগঞ্জ পুলিশ সুপার মোঃ আরিফুর রহমান মন্ডলের নেতৃত্বে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) উল্লাপাড়া মডেল থানা পুলিশের সহযোগিতায় ছাইদুরের ৩ হত্যাকারীকে গ্রেফতার করেছে।
এরা হলেন, উল্লাপাড়া উপজেলার গুনাইগাঁতী গ্রামের গোলজার শাহের ছেলে আব্দুল মোমিন শাহ (৩০), সাহেব আলীর ছেলে আলাউদ্দিন প্রামানিক (১৯) ও আবুল কাসেম প্রামানিকের ছেলে সোহেল রানা (২৬)। এদেরকে বুধবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার এলংজানি বাজার এলাকা থেকে গ্রেফতারর করা হয়। গত ২৪ সেপ্টেম্বর উপজেলার বলতৈল গ্রামের মুক্তিযোদ্ধা ইদ্রিস আলীর ছেলে কৃষক ছাইদুর রহমান সন্ধ্যায় বাড়ি থেকে বের হয়ে যাবার পর অপহৃত হন। পরদিন ছাইদুরের মোবাইল ফোন থেকে অপহরণকারীরা ছাইদুরের স্ত্রী বুলবুলি খাতুনের কাছে ফোন করে মুক্তিপণ হিসাবে দেড় লাখ টাকা দাবি করে। পরিবারের লোকজন প্রথমে টাকা দিতে অপারগতা প্রকাশ করলেও পরে ওই টাকা সংগ্রহের চেষ্টা করে তারা।
অপরদিকে ২৬ সেপ্টেম্বর সকালে উপজেলার গুনাইগাঁতী গ্রামের পাশে কুমার নদ থেকে ছাইদুরের ভাসমান লাশ উদ্ধার করে উল্লাপাড়া মডেল থানা পুলিশ। কৃষক ছাইদুর হত্যাকারীদের গ্রেপ্তারের পর তাদের দেওয়া স্বীকারোক্তির ভিত্তিতে সিরাজগঞ্জ জেলা পুলিশ সুপার মোঃ আরিফুর রহমান মন্ডল গতকাল বৃহস্পতিবার তার কার্যালয়ে এক প্রেস ব্রিফিং করেন। এসময় তিনি জানান, কৃষক ছাইদুর কৃষি কাজের পাশাপাশি নৌকা ভাড়া দিয়ে তাতে নাচ গান বাজনার ব্যবস্থা করতেন। গ্রেফতারকৃত ব্যক্তিরা ২৪ সেপ্টেম্বর রাতে ছাইদুরের নৌকাটি নাচ গানের দলসহ ভাড়া নিয়ে এলংজানী ঘাট থেকে গুনাইগাঁতী গ্রামের পাশের এলাকায় গিয়ে আমোদ ফুর্তি করাকালে ছাইদুরের সঙ্গে নৌকা এবং নাচ গানের ভাড়া নিয়ে গোলযোগ বাঁধে। এক পর্যায়ে ছাইদুল লাথি মেরে আসামী আলাউদ্দিনকে নৌকা থেকে পানিতে ফেলে দেয়। পরে ক্ষিপ্ত হয়ে ঘাতকরা নৌকায় থাকা লোহার রড দিয়ে ছাইদুলের মাথায় আঘাত করে এবং গলাটিপে তার মৃত্যু নিশ্চিত করে মরদেহের সঙ্গে দড়ি ও পাথর বেঁধে পানিতে ফেলে দেয়। ছাইদুরকে হত্যার পর আর্থিকভাবে লাভবান হবার লক্ষ্যে হত্যাকারীরা তার স্ত্রীর কাছে দেড় লাখ টাকা মুক্তিপন দাবি করে।