তাড়াশ

তাড়াশে বর্রোচিত নির্যাতন ও গ্যাস ট্যাবলেট খাইয়ে গৃহবধুকে হত্যা, শ্বশুর শাশুড়ী আটক

 

মাসুদ রেজা, নিজস্ব প্রতিবেদকঃ

সিরাজগঞ্জের তাড়াশে পাশবিক নির্যাতন,
গ্যাস ট্যাবলেট খাইয়ে নির্যাতন সবশেষে
শ্বাসরোধ করে গৃহবধুকে হত্যার অভিযোগ উঠেছে।

শনিবার (২৪ সেপ্টেম্বর) সকালে উপজেলার মাধাইনগর ইউনিয়নের চকঝুঝুরি গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত নাসিমা খাতুন (২৩) ওই এলাকার সুমন আলীর স্ত্রী।

স্থানীয়রা জানান, নাসিমাকে তার স্বামী সুমন ও তার শ্বশুর বাড়ির লোকজন প্রতিনিয়ত নির্যাতন করতো। শুক্রবার রাতে তাকে এলাপাতাড়ি পিটিয়ে আহত করে সুমন। এরপর স্বামী ও শ্বশুর নাসিমাকে জোর করে গ্যাস ট্যাবলেট খাইয়ে বাড়ির পাশে পুকুর পাড়ে ফেলে রেখে যায়।

এ সময় নাসিমার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এগিয়ে আসলে তিনি তার সাথে ঘটে যাওয়া বর্বোরোচিত নির্যাতনের বর্ননা করেন। এর কিছুক্ষণ পরেই নাসিমার মৃত্যু হয়।

পুলিশ পরিদর্শক নুরে আলম বলেন, মৃত্যুর আগে নাসিমা স্থানীয় লোকজনের কাছে স্বামী ও শ্বশুরের নির্যাতন এবং গ্যাস ট্যাবলেট খাওয়ানোর বিষয়ে জানিয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তার শ্বশুর সরোয়ার হোসেন ও শ্বাশুড়ি ফিরোজা বেগমকে আটক করেছে পুলিশ।

মরদেহের ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জে ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।