বেলকুচিতে গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
মাসুদ রেজা, নিজস্ব প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের বেলকুচিতে ১০ (দশ) কেজি গাঁজাসহ ০১ মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন বেলকুচি থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ তাজমিলুর রহমান।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় , সিরাজগঞ্জ জেলা সুযোগ্য পুলিশ সুপার মোঃ আরিফুর রহমান মন্ডল, বিপিএম(বার), পিপিএম(বার) এর নির্দেশক্রমে অফিসার ইনচার্জ, মোঃ তাজমিলুর রহমান বেলকুচি থানা , সিরাজগঞ্জের সার্বিক তত্ত্বাবধানে ও নেতৃত্বে বেলকুচি থানা পুলিশের এস আই বাবুল আক্তার, এস আই পলাশ চৌধুরি, এসআই নিয়ামুল, এএসআই মাসুদ সহ একটি চৌকস টিম গতকাল ২১ সেপ্টেম্বর (বুধবার) রাতে গোপন সংবাদের ভিত্তিতে বেলকুচি থানাধীন মেঘুলা উত্বরপাড়াস্থ আব্দুল করিম বিশ্বাস এর পুত্র মোঃ নুরনবী বিশ্বাস (৩৯) কে আটক করা হয়৷
তাকে জিজ্ঞাসাবাদে মাদক দ্রব্য গাঁজা বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রাখার কথা স্বীকার করে এবং সকলের সামনে তার গোয়াল ঘরের ভিতর হইতে একটি বস্তার ভিতর থেকে ১০ পোটলা গাঁজা যার ওজন ১০ কেজি অনুমান অবৈধ বজার মুল্য ৫,০০০০০/- (পাঁচ লক্ষ) টাকা বাহির করে দেয়৷
পরবর্তীতে তাকে আটক করে উদ্ধারকৃত গাঁজা সহ থানায় এসে মামলা দায়ের পুর্বক আজ আসামী নুরনবী বিশ্বাস (৩৯)কে জেলহাজতে প্রেরন করা হয়েছে।