কুড়িগ্রামে উন্নত প্রযুক্তির ইট ভাটা স্থাপন ও ইটের বিকল্প ব্লক ব্যবহারে উদ্যোক্তাদের উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত
মোঃবুলবুল ইসলাম,কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামে উন্নত প্রযুক্তির ইট ভাটা স্থাপন ও ইটের বিকল্প ব্লক ব্যবহারে উদ্যোক্তাদের উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
৪ আগষ্ট বৃহস্পতিবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে উন্নত প্রযুক্তির ইট ভাটা স্থাপন ও ইটের বিকল্প ব্লক ব্যবহারে উদ্যোক্তাদের উদ্বুদ্ধকরণ বিষয়ক এক মতবিনিময় সভার আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-কুড়িগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম । সভায় সভাপতিত্ব করেন – অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মিনহাজুল ইসলাম। অনুষ্ঠানটিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন -পরিবেশ অধিদপ্তরের রংপুর বিভাগীয় কার্যালয়ের পরিচালক (উপসচিব) সৈয়দ ফরহাদ হেসেন।
মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন- এলজিইডি , পানি উন্নয়ন বোর্ড , গণপূর্ত অধিদপ্তর , শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, সড়ক ও জনপথ অধিদপ্তেরের কর্মকর্তাবৃন্দ, ইটভাটা মালিক সমিতির সভাপতি ও ভাটা মালিকগণ, ব্লক ইট প্রস্তুতকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ, বিভিন্ন পরিবেশবাদী সংস্থা, এবং ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধিগণসহ আরো অনেকে।
অনুষ্ঠানে ব্লক ইট ব্যবহার সংক্রান্ত আলোচনা উপস্থাপনা করেন-কুড়িগ্রাম পরিবেশ অধিপ্তরের সহকারী পরিচালক মোঃ রেজাউল করিম ।
অনুষ্ঠানটিতে পরিবেশ অধিদপ্তর, রংপুর বিভাগীয় কার্যালয়ের পরিচালক সৈয়দ ফরহাদ হোসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০টি বিশেষ উদ্ভাবনী উদ্যোগের অন্যতম উদ্যোগ -পরিবেশ সুরক্ষার বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।পরিবেশবান্ধব ব্লক ব্যবহার সংক্রান্ত বিষয়ে সভায় বিস্তারিত আলোচনা করা হয় ।
মোঃ বুলবুল ইসলাম
কুড়িগ্রাম