যাত্রীবাহী চলন্ত বাসে ডাকাতি ও যাত্রী ধর্ষণ, মূলহোতা গ্রেপ্তার
মো. শরিফুল ইসলাম, টাঙ্গাইল প্রতিনিধি.
কুষ্টিয়া থেকে ঢাকাগামী ঈগল পরিবহনের একটি যাত্রীবাহী বাসে ডাকাতি ও ধর্ষণের ঘটনার মূলহোতাকে গ্রেপ্তার করেছে টাঙ্গাইল জেলা পুলিশের গোয়েন্দা শাখা।
বৃহস্পতিবার (০৪ আগস্ট) ভোরে তাকে টাঙ্গাইল নতুন বাসস্ট্যান্ড এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত রাজা মিয়া কালিহাতী উপজেলার বল্লা গ্রামের হারুন অর রশিদের ছেলে।
সে টাঙ্গাইল শহরের নতুন বাসস্ট্যান্ড এলাকায় বাসা ভাড়া থাকতো ও ঢাকা-টাঙ্গাইল সড়কে ঝটিকা বাসের চালক ছিলো। এর আগে মঙ্গলবার (০২ আগস্ট) দিবাগত রাতে ঈগল পরিবহনের যাত্রীবাহী বাসটিতে ডাকাতি ও ধর্ষণের ঘটনা ঘটে।
টাঙ্গাইলের পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার বৃহস্পতিবার সকালে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে বাস ডাকাতি ও ধর্ষণের ঘটনার মূলহোতাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, মধুপুরে বাসে ডাকাতি ও ধর্ষণের ঘটনার পর থেকে বিভিন্ন এলাকায় অভিযান করা হয়। ভোরে টাঙ্গাইল নতুন বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে ওই ঘটনার মুলহোতা রাজা মিয়াকে গ্রেপ্তার করা হয়। বাকিদেরকেও গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।
ভূক্তভোগী নারী জানান, কুষ্টিয়া থেকে ছেড়ে আসা বাসটি সিরাজগঞ্জের কাছাকাছি দিবারাত্রি হোটেলে রাতের খাবারের জন্য বিরতি দেয়। রাত দেড়টার দিকে আবার যাত্রা শুরু করে। এরপর সিরাজগঞ্জের গোল চত্তর (রোড) থেকে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত অন্তত ১৪/১৫ জন অল্পবয়স্ক যাত্রী উঠে গাড়িতে। বাসটি বঙ্গবন্ধু সেতু পার হওয়ার পর ডাকাতদল বাসটি নিয়ন্ত্রনে নেয়। পরে বাসের চালক, সহকারী ও বাসে থাকা যাত্রীদের হাত, পা ও চোঁখ বেঁধে মারধর ও লুটপাট করে। এসময় বাসের ভেতরেই এক নারী যাত্রীকে ধর্ষণ করে ডাকাতদল। বুধবার ভোর সাড়ে তিনটার দিকে টাঙ্গাইলের মধুপুর উপজেলার রক্তিপাড়া জামে মসজিদের পাশে বাসটি বালুর স্তুপের উপর উঠিয়ে দিয়ে গাড়ি ফেলে পালিয়ে যায় ডাকাত দল।
মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাজহারুল আমিন (বিপিএম) ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এই ঘটনায় এক যাত্রী বাদি হয়ে মধুপুর থানায় একটি ডাকাতি ও ধর্ষণ মামলা দায়ের করেন। পরে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি উত্তর) ঘটনার মূল আসামি রাজা মিয়াকে নতুন বাসস্ট্যান্ড এলাকা থেকে গ্রেপ্তার করে। এসময় তার কাছ থেকে ডাকাতির মালামাল উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত রাজা মিয়াকে আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে।
মো. শরিফুল ইসলাম
টাঙ্গাইল প্রতিনিধি।