শিক্ষা গুরু…. নিশি নুর রজনী
শিক্ষা গুরু
নিশি নুর রজনী
শিক্ষা গুরুর অবদান কি পন্থায় করি বর্ণন,
তিমির ভেদীয়া অন্তহীন স্মারকে দিচ্ছেন ইন্ধন।
চরণ ধূলিতে সাজাতে এ দেহ ছুঁতে চাই চরণ খানি,
নয়া কাননে অরুণ রূপে উপচেপড়ে মধুবাণী।
জগতের মাঝে প্রদীপের সাজে
অবিনশ্বর যে দেহ,
তার মূল্য কি করে দেব,
কি করে দেবে কেহ।
কোন পথে গেলে সেই মান মেলে
কোন ভুবনের মাঝে,
কাতর হৃদয় খোঁজে সেই পথ
সকল জীবন কাজে।
যুগে যুগে মন মননে হাজির থেকেছে কত প্রাণ,
মানবের মানবতায় সঁপেছে নিজেকে গেয়েছে সভ্যের জয়গান।
একটি হরফ যে শিখিয়েছে সেও যে আমার গুরু,
শত কোটি শ্রদ্ধা সালাম অমর অলয় কচিতরু।
টুটেছে আধার ফুটেছে আলো বেজেছে আনন্দগান,
জ্ঞানের জোয়ারে ভাসিয়ে নিয়ে দিয়েছে ফিরে প্রাণ।