তাড়াশে অটো রিক্সার চালককে হত্যা
তাড়াশ (সিরাজগঞ্জ) সংবাদদাতা:
সিরাজগঞ্জের তাড়াশে অটো রিক্সা ছিনতাইয়ের পর চালককে হত্যা করেছে দুর্বৃত্তরা ।
বিষয়টি নিশ্চিত করেছেন বারুহাস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মইনুল হক।
২৫ মে দিবাগত রাতে উপজেলার তাড়াশ বারুহাস আঞ্চলিক সড়কের হেদারখাল আবুল ব্রীজের উত্তরে আবুলের পুকুর পাড়ে ইসলাম সরকার ২৯ নামের অটোচালকের অটো রিক্সা ছিনতাইয়ের পর তাকে হাতপা বেঁধে হত্যা করেছে দুর্বৃত্তরা ।
নিহত ইসলাম উপজেলার বারুহাস ইউনিয়নের সান্দা গ্রামের আব্দুল আজিজের ছেলে।
এলাকাবাসী সুত্রে জানা গেছে গতকাল বিকেলে বারুহাস বাজার থেকে ২জন যাত্রী নিয়ে সিংড়া থানার তৃষিখালীর মাজারের উদ্দেশ্য রওনা করেন। এরপর আর বাড়ীতে না ফেরায় বাড়ীর লোকজন খোজ করতে থাকেন। অনেক খোঁজাখুঁজি পর তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না।
আজ সকাল ০৬.৩০ মিনিট এক কৃষক গরু নিয়ে মাঠে যাচ্ছিলেন এমন সময় হেদারখাল আবুল ব্রীজের উত্তরে আবুলের পুকুরপাড়ে উক্ত অটোচালকের মৃতদেহ হাতপা বাধা অবস্থায় দেখতে পান।পরে তিনি লোকজনকে খবর দেন। খবর পেয়ে ইসলামের পরিবার ঘটনাস্থলে গিয়ে ইসলামের লাশ শনাক্ত করেন।
পরিবারের দাবি তার অটোরিক্সা ছিনতাই করে তাকে হত্যা করে ফেলে রেখে গেছে।
এ ব্যাপারে তাড়াশ থানার ওসি শহিদুল ইসলাম জানান, লাশ পোস্টমর্টেমের জন্য সিরাজগঞ্জে পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।
লুৎফর রহমান
তাড়াশ সিরাজগঞ্জ
তারিখ ২৬/০৫/২২