কামারখন্দ

কামারখন্দে জাতীয় কবির ১২৩ তম জন্মবার্ষিকীতে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান “নজরুল সন্ধ্যা” অনুষ্ঠিত

আমিরুল ইসলাম (কামারখন্দ প্রতিনিধি)ঃ

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৩তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান “নজরুল সন্ধ্যা” অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৫ই মে) সন্ধ্যায় উপজেলার শিল্পকলা একাডেমী আয়োজনে যুগান্তর শিল্পী গোষ্ঠীর সহযোগিতায় ও কামারখন্দ থিয়েটার মঞ্চের গ্রন্থনা ও পরিচালনায় উপজেলার মিনি অডিটেরিয়ামে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৩ তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান “নজরুল সন্ধ্যা” অনুষ্ঠিত হয়েছে । এতে জাতীয় কবির জীবনী আলোচনা এবং তাহার রচিত গান পরিবেশন করা হয় । এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ মেরিনা সুলতানা এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব এস এম শহিদুল্লাহ সবুজ ।