ডা. মো.হাবিবে মিল্লাত পুনরায় আবারো ইন্টার পার্লামেন্টারিয়ান ইউনিয়নের (আইপিইউ) স্বাস্হ্য বিষয়ক কমিটির সভাপতি।
সিরাজগঞ্জ ঃ আজিজুর রহমান মুন্না
ইন্টার পার্লামেন্টারিয়ান ইউনিয়নের (আইপিইউ) স্বাস্থ্য বিষয়ক কমিটির সভাপতি পদে পুনরায় নির্বাচিত হয়েছেন সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. মো.হাবিবে মিল্লাত মুন্না।সোমবার (১৫ অক্টোবর) সুইজারল্যান্ডের জেনেভায় আন্তর্জাতিক কনফারেন্স সেন্টারে আইপিইউ’র ১শ’ ৩৯ তম এসেম্বলিতে সর্বসম্মতিক্রমে তাকে দ্বিতীয়বারের মতো সভাপতি পদে নির্বাচিত করা হয়।
মঙ্গলবার (১৬ অক্টোবর) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত মুন্না এমপির ব্যক্তিগত সহকারী খালেদ মোশারফ শাওন।
সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি জানান, গত ১৪ অক্টোবর জেনেভায় পাঁচ দিনব্যাপী আইপিইউ’র সম্মেলন শুরু হয়েছে। এতে ১শ’ ৯০টি দেশের প্রায় আড়াই হাজার সংসদ সদস্য উপস্থিত রয়েছেন। বাংলাদেশ জাতীয় সংসদের পক্ষে অধ্যাপক ডা. মো. হাবিবে মিল্লাত মুন্না এমপি প্রতিনিধিত্ব করছেন।সম্মেলনের স্বাস্থ্য বিষয়ক কমিটির সভাপতি পদে সর্বসম্মতিক্রমে তাকে পুনরায় সভাপতি নির্বাচিত করা হয়েছে।
এছাড়া কমিটির সহ-সভাপতি পদে অষ্ট্রিয়ার সংসদ সদস্য পেট্রা বায়ার, সদস্য পদে সুইডেনের প্রতিনিধি উলরিকা কার্লসন, বেলজিয়ামের সিনেটর এলেন ডেকসমি, রোয়ান্ডার সিনেটর সেবুহোরা আর্মেনিয়া ক্যারেন এভাজিয়ান এমপি, উজবেকিস্থানের ওরাল এটা নিয়ান ও ডোমিনিক্যাল রিপাবলিকের ভিক্টর সুরেজ নির্বাচিত হয়েছেন।
এর আগে অধ্যাপক ডা. মো. হাবিবে মিল্লাত মুন্না এমপি ২০১৭ সালের অক্টোবর মাসে আইপিইউ’র সম্মেলনে প্রথমবারের মতো সংস্থাটির স্বাস্থ্য বিষয়ক উপদেষ্টা কমিটির সভাপতি নির্বাচিত হয়েছিলেন।