উল্লাপাড়ায় অপহরণের পর ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি, এক অপহরণ কারীর গ্রেফতার
উল্লাপাড়া প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মোঃ মনিরুল ইসলাম (২৪) নামের এক ব্যক্তিকে অপহরণ করে তার বাবার কাছে অপহরণ কারীরা প্রশাসনের লোক পরিচয় দিয়ে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে । দাবি পুরণ না করলে মনিরুলকে মেরে ফেলার হুমকি দেয় । পরে পুলিশের সহযোগিতায় ছেলেকে উদ্ধার করে এবং পুলিশ ওই সময় অপহরণ কারীর এক সদস্য মোঃ রাসেল রানা(২৫)কে গ্রেফতার করে । এ বিষয়ে মনিরুলের পিতা মোঃ আব্দুর রহিম, শনিবার রাতে রাসেল রানা সহ ৫ জনকে আসামী করে উল্লাপাড়া মডেল থানায় একটি অপহরণ মামলা দায়ের করেছেন ।
মামলার অভিযোগ থেকে জানা যায় উল্লাপাড়া উপজেলা পঞ্চক্রোশী ইউনিয়নের কাজীপাড়া গ্রামে শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে বাদীর ছেলে মোঃ মনিরুল ইসলাম তার বাড়ির পশ্চিম পার্শ্বে বসে মোবাইল ফোনে গেম খেলতে ছিল । এ সময় রাসেল রানা সহ অপহরণ কারীরা ঘটনা স্থলে এসে মনিরুলের মুখে গামছা পেচিয়ে ও হাত-পা বেধে মটর সাইকেলে তুলে নিয়ে উপজেলা আলী আহম্মেদ উচ্চ বিদ্যালয় মাঠে আসে । সেখান থেকে মনিরুলের মোবাইল ফোন দিয়ে আব্দুর রহমানকে প্রশাসনের লোক পরিচয় দিয়ে ৫০ হাজার টাকা দাবি করে এবং মুক্তিপণের ৫০ হাজার টাকা না পেলে তার ছেলে মনিরুলকে মেরে ফেলার হুমকি দেয় । সেখান থেকে স্থান পরিবর্তন করে রাত ৯ টার দিকে ৫০ হাজার টাকা নিয়ে উপজেলা শাহজাহানপুর খেলার মাঠে যেতে বলে । দু-তিন জন লোক সঙ্গে নিয়ে আব্দুর রহমান রাত সাড়ে ৯ টার দিকে শাহজাহানপুর খেলার মাঠে গিয়ে খোজা খুজি করে । আবার ফোন দিয়ে ৫০ হাজার টাকা নিয়ে পূর্ব সাতবাড়িয়া ব্রীজের নীচে যেতে বলে এবং মনিরুলকে মারপিট ও কান্নার আওয়াজ মোবাইলের মাধ্যে তার বাবা আব্দুর রহিমকে শোনায় ।
এ অবস্থায় আব্দুর রহিম বিষয়টি বুঝে উঠতে না পেরে উল্লাপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ হুমায়ন কবির এর কাছে সহযোগিতা চান। ওসি হুমায়ন কবির এর পরিকল্পনা অনুযায়ী ২১ মে/২০২২ইং রাত ২ টা ৫০ মিনিটের দিকে তিনি তার পুলিশ বাহিনী সহ পূর্বসাতবাড়িয়া ব্রীজের দু পাশ ঘিরে ফেলে এবং আব্দুর রহমানকে ব্রীজের নীচে অগ্রসর হতে বলে । আব্দুর রহমান অপহরণ কারীদের সাথে ফোনের মাধ্যমে ব্রীজের নীচে আসতে বলে। এ সময় অপহরণ কারীর এক সদস্য ব্রীজের নীচে আসলে পুলিশ তাকে গ্রেফতার করে, অপর অপহরণ কারীরা পালিয়ে যায় । পরে ব্রীজের উপর থেকে হাত-পা বাধা অবস্থায় মোঃ মনিরুল ইসলামকে উদ্ধার করে পুলিশ । গ্রেফতার কৃত অপহরণ কারীর মোঃ রাসেল রানা উপজেলার পঞ্চক্রোশী ইউনিয়নের বেতকান্দি গ্রামের মৃত রফিকুল ইসলাম এর ছেলে ।
এ বিষয়ে উল্লাপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ হুমায়ন কবির জানান অপহরণ কারীর এক সদস্য মোঃ রাসেল রানাকে গ্রেফতার করা হয়েছে । জিজ্ঞাসা বাদের পর তাকে আদালতের মাধ্যমে সিরাজগঞ্জ জেলে পাঠানো হয়েছে । বাকীদের গ্রেফতারের চেষ্টা চলছে ।
মোঃ আব্দুস ছাত্তার
উল্লাপাড়া, সিরাজগঞ্জ
২২/০৫/২০২২