সিরাজগঞ্জে বিশ্বখাদ্য দিবস পালন।
সিরাজগঞ্জ ঃ আজিজুর রহমান মুন্না
‘সবার জন্য পর্যাপ্ত খাদ্য ও পুষ্টি নিরাপত্তা চাই, খাদ্য অধিকার আইন চাই ‘। সিরাজগঞ্জ জেলাপ্রশাসন ও খাদ্য অধিদপ্তরের আয়োজনে মঙ্গলবার ( ১৬ অক্টোবর’১৮) সকালে সিরাজগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সামনে সরকারি ও বেসরকারি অফিসের কর্মকর্তা, বিভিন্ন সংগঠন, বিভিন্নপেশাজীবী মানুষ জমায়েত হয়ে র্যালি প্রদর্শন করেছেন। এতে প্রধান অতিথি ছিলেন ও র্যালির নেতৃত্ব দেন, জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দীকা।
অপরদিকে, মঙ্গলবার সকালে বিশ্ব খাদ্য দিবস উপলক্ষে সদর উপজেলা খাদ্যঅধিদপ্তর ও কৃষি সম্প্রসারন অধিদপ্তরের আয়োজনে সদর উপজেলা কৃষি অফিসের প্রশিক্ষণ হল রুমে আলোচনা সভা শেষে উপজেলা পরিষদ চত্বরে র্যালি প্রদর্শন করা হয়েছে। এতে সভাপতিত্ব করেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক কৃষিবিদ আরসেদ আলী। প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, সদর উপজেলা চেয়ারম্যান মোহাম্মাদ রিয়াজ উদ্দীন। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, সদর উপজেলা নির্বাহী অফিসার সরকার মোহাম্মাদ রায়হান, কৃষিসম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা উপ-পরিচালক মোঃআব্দুল্লাহ, উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা উপসহকারী আমির হোসেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা প্রশিক্ষণ কর্মকর্তা এস, এম শহিদনূর আকবর,সদর উপজেলা খাদ্য নিয়ন্রক মোঃ আব্দুস সোবাহান, জেলা শিক্ষা অফিসের সহকারী পরিদর্শক শফিকুল ইসলাম। এ অনুুুষ্ঠানে সরকারি কর্মকর্তা-কর্মচারি ছাড়াও বিপুল সংখ্যক কৃষকদের উপস্হিতি দেখা গিয়াছে।