সিরাজগঞ্জে মেট্রোসেম সিমেন্টের শুভ হালখাতা অনুষ্ঠিত।
আজিজুর রহমান মুন্না
সিরাজগঞ্জের মেট্রোসেম সিমেন্ট পরিবেশক মেসার্স খান ট্রেডার্স ও কোম্পানির আয়োজনে সোমবার দুপুরে সিরাজগঞ্জ শহরের অফিসার্স ক্লাবে শুভ হালখাতা অনুষ্ঠান হয়েছে। এ অনুষ্ঠান উপলক্ষে আলোচনাসভা, পুরস্কার বিতরণ, মধ্যাহ্নভোজ ও মনোঙ্গ সাংস্কৃতিক অনুষ্ঠান করেছে। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, মেসার্স খান ট্রেডার্স স্বত্বাধিকারী আব্দুল হাকিম মিয়া পাভেল।
প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, মেট্রোসেম সিমেন্ট লিমিটেডের জি এম মোবারক আলী ভূইয়া, বিশেষ অতিথি ছিলেন,নর্থবেঙ্গল ম্যানেজার রফিকুল ইসলাম, এরিয়া ম্যানেজার আরিফুজ্জামান,মেট্রো স্টিলের সিরাজগঞ্জ -পাবনার এরিয়া ম্যানেজার রেজমুল। আলোচনা সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন, জেলার রিটেলার নাসির ফজলুল হক,মাসুদ রানা সরকার,মোক্তার হোসেন মুক্তা। প্রধান অতিথি জি এম মোবারক আলী ভূইয়া বলেন, মেট্রোসেমের ৩০ বছরে বিশ্বের অন্যান্য সিমেন্টের চেয়ে এর গুনগত মান ঠিক রেখে দেশের চাহিদা পূরণের পাশাপাশি বিদেশে ও রপ্তানি হচ্ছে, আগামীতে এর প্রসরতা বাড়াতে সকলের সহযোগীতা কামনা করেন। আলোচনা সভাশেষে মনোঙ্গ সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন স্হানীয় শিল্পবৃন্দ। এরপর রিটেলারদের মাঝে মেসার্স খান টেড্রার্স ও মেট্রোসেম সিমেন্ট লিমিটেডের পক্ষ থেকে ২০১৭ সালের সব্বোর্চ ্মেট্রোসেমের সিমেন্ট বিক্রেতাদের (রিটেলারদের) মাঝে পুরস্কার প্রদান করা হয়।