চৌহালী/এনায়েতপুর

চৌহালীতে সিআইজি মৎস্য চাষিদের মাঝে পিক-আপ ভ্যান বিতরণ

চৌহালী প্রতিনিধি:

“নিরাপদ মাছে ভরবো দেশ, মুজিব বর্ষে বাংলাদেশ” এ প্রতিপাদ্যকে সামনে নিয়ে সিরাজগঞ্জের চৌহালীতে সিআইজি মৎস্য চাষিদের মাঝে পিক-আপ ভ্যান বিতরণ করা হয়েছে।
বুধবার(২৭ এপ্রিল) দুপুরে উপজেলার কাঁঠাল বাগান চত্বরে উপজেলা মৎস্য দপ্তরের বাস্তবায়নে ন্যাশনাল এগ্রিকালচার টেকনোলজি প্রোগ্রাম ফেজ-৷৷ প্রজেক্ট ( এনএটিপি-২)মৎস্য অধিদপ্তর অংগ এর আওতায় উপজেলাধীন ৫টি সিআইজি মৎস্যচাষিদের মাঝে এগ্রিকালচারাল ইনোভেশন ফান্ড-( এআইএফ-২ অনুদান প্রাপ্ত উপ-প্রকল্পের পিক-আপ ভ্যান বিতরণ করা হয় ৷ উপজেলা মৎস্য অফিসের ক্ষেত্র সহকারি মোঃ শফিকুল ইসলাম শফির পরিচালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ আফসানা ইয়াসমিন।
প্রধান অতিথি ছিলেন, জাতীয় সংসদ সদস্য আলহাজ আব্দুল মমিন মন্ডল।
বিশেষ অতিথি ছিলেন, সিরাজগঞ্জ জেলা মৎস্য অফিসার মোঃ সাহেদ আলী, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ ফারুক হোসেন, জেলা মৎস্য অফিসের সিনিয়র সহকারি পরিচালক আলমগীর কবির, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ তাজ উদ্দিন, ভাইস চেয়ারম্যান মোল্লা বাবুল আক্তার, মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন আক্তার, থানা অফিসার ইনচার্জ মোঃ হারুন-অর রশিদ, ইউপি চেয়ারম্যান মোঃ আবুল কালাম মোল্লা, রমজান আলী, মিজানুর রহমান বাবলু প্রমূখ।