প্রত্যাশা প্রকল্পের আওতায় সিরাজগঞ্জে ব্র্যাক মাইগ্রেশন প্রোগামের ফোরাম মিটিং অনুষ্ঠিত।
আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ:
ইউরোপীয় ইউনিয়নের আর্থিক সহযোগিতায় আই ও এম এর সাথে ব্র্যাক মাইগ্রেশন প্রোগাম পাটনার শীপের ভিত্তের প্রত্যাশা প্রকল্পটি বাস্তবায়নের কাজ করছে। প্রকল্পের আওতায় মাইগ্রেশন ফোরাম গঠন করা হয়। উক্ত ফোরাম সিরাজগঞ্জ সদর উপজেলার অভিবাসনের
সুশাসন ওবিদেশ ফেরতদের অর্থনৈতিক সামাজিক ও মনোসামাজিক পুনরেকত্রীকরণে
নানামুখী কার্যক্রম বাস্তবায়ন করছেন।
রোববার (১৪ অক্টোবর’১৮) সকাল ১০ টায় সিরাজগঞ্জ শহরের এম,এ মতিন সড়কের ব্র্যাকের আর এস,সি অফিসে সংগঠনের সভাপতি মোঃ তমিজ উদ্দীনের সভাপতিত্বে ফোরাম মিটিং অনুষ্ঠিত হয়েছে। গত দু’মাসে ফোরাম সদস্যরা ৩০ জন অভিবাসন প্রত্যাশী ও বিদেশ ফেরত অভিবাসীকে সেবা প্রদান করেছেন। সভাটি পরিচালনা করেন,আর. এস.সি ম্যানেজার মোঃ আব্দুল মাজেদ। মিটিংয়ে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ জনশক্তি অফিসের কাউন্সিলর এসিডি মতিউর রহমানমিঠু , সদর উপজেলার ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের ফিল্ড অর্গানাইজার মোঃ শরিফুল ইসলাম, বহুলী ইউ’পি সদস্য ও ফোরামের সহ-সভাপতি জাহাঙ্গীর আলম,সাধারণ সম্পাদক সাংবাদিক পারভীন আক্তারর, সাংগঠনিক সম্পাদক মমতাজ বেগম, তথ্যও প্রচার সম্পাদক শফিকুল ইসলাম, কার্যকরী সদস্য সাংবাদিক আজিজুর রহমান মুন্না,শাহাদত হোসাইন,শাহিদা খাতুন প্রমুুখ।