তাড়াশে মাটিবাহী ট্রাক্টর উল্টে চালক নিহত
লুৎফর রহমান তাড়াশঃ
সিরাজগঞ্জের তাড়াশে মাটিবাহী ট্রাক্টর উল্টে আপন আহমেদ (২২) নামের এক চালক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন।
শনিবার (৯ মার্চ) সকাল ৯টার দিকে উপজেলার মাগুড়া বিনোদ ইউনিয়নের মাগুড়া গ্রামে দুর্ঘটনা ঘটে।
তাড়াশে মাটিবানিহত ট্রাক্টর চালক একই ইউনিয়নের সবুজপাড়া গ্রামের আব্দুল মমিনের ছেলে ও আহত ভেকু চালক শাহাদত হোসেন কুড়িগ্রাম জেলা সদরের বাসিন্দা।
স্থানীয়রা ও পুকুর মালিক আলতাব হোসেন জানান, উপজেলা মাগুড়া গ্রামের সাবেক ইউপি সদস্য আলতাব আলীর একটি পুকুর খননের জন্য ভেকু মেসিন ও ট্রাক্টর দিয়ে বহনের কাজে ছিলেন নিহত যুবক ও আহত ব্যাক্তি। শনিবার সকাল ৯টার দিকে মাটিবাহি ট্রাক্টর চালক আহমেদ ও ভেকু চালক শাহাদত ভাত খেয়ে মাটির পয়েন্টে একই ট্রাক্টরে যাওয়ার পথে মাগুড়া গ্রামের পশ্চিমপাশে কালভার্টের কাছে উল্টে যায়। এ সময় ঘটনাস্থলেই ট্রাক্টর চালক মারা যান। এছাড়া ট্রাক্টরে আরোহী ভেকু চালক গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
তাড়াশ থানার অফিসার ইনচার্জ মো. শহিদুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।