সিরাজগঞ্জে বিশ্ব পানি দিবস উপলক্ষে আলোচনা সভা ও বনার্ঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত
সিরাজগঞ্জ প্রতিনিধি :-
“অদৃশ্য সম্পদ দৃশ্যমান প্রভাব ” ভূগর্ভস্থ পানি এবারের প্রতিপাদ্য বিষয় কে সামনে রেখে সিরাজগঞ্জে বিশ্ব পানি দিবস উপলক্ষে আলোচনাসভা, শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ৪ এপ্রিল সকালে জেলা প্রশাসক কার্যালয়ের কালেক্টরেট চত্বরে জেলা প্রশাসন ও বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড সিরাজগঞ্জ এর আয়োজনে দিবস উদযাপন উপলক্ষে বর্নাঢ্য শোভাযাএাটি শুভ উদ্ভোধন করেন জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ, বর্ণাঢ্য শোভাযাত্রাটি শহর প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ে এসে শেষ হয়।
পরে জেলা প্রশাসক কার্যালয়ে একে শহীদ সামছুদ্দিন সম্মেলন হলরুমে দিবসটি উপলক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড সিরাজগঞ্জ কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মোঃ শফিকুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ,।
বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোঃ মিজানুর রহমান,সিরাজগন্জ প্রেসক্লাবের সভাপতি ও সিরাজগঞ্জ সম্মিলিত সাংস্কৃতিক জোট সভাপতি হেলাল আহমেদ, সিরাজগঞ্জ সদর উপজেলা সহকারী কমিশনার ভূমি রবীন শীর্ষ । অনন্যদের মধ্যে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপ- বিভাগীয় প্রকৌশলী মোঃ নাসির উদ্দিন,, ও এছাড়াও আরো উপস্থিত ছিলেন উপ- বিভাগীয় প্রকৌশলী মোঃ মিল্টন হোসেন, ও মোঃ আবু জুবায়ের এবং উপ- সহকারী প্রকৌশল শাখা কর্মকর্তা মোঃ জাকির হোসেন, প্রমূখ।
অনুষ্ঠানের একটা পর্যায়ে দিবস উপলক্ষে গণ ভবণ থেকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বক্তব্য সম্প্রচারিত করা হয়।