সিরাজগঞ্জে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।
আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ ঃ
১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস -২০২২ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৬ মার্চ) সকালে সিরাজগঞ্জের
অফিসার্স ক্লাবে উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন, সুযোগ্য জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ। তিনি বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইসলামিকফাউণ্ডেশন প্রতিষ্ঠা করেন, তার পিতার স্বপ্ন বাস্তবায়নে প্রকৃত ইসলামের জন্য নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি সারাদেশে ইসলামিক ফাউণ্ডেশন ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র গড়ে তুলেছেন। ইসলামে সুন্দর, সুষ্ঠু ও নিয়ম শৃঙ্খলাভাবে চলার জন্য জীবন বিধান দেওয়া আছে। ইসলাম হলো শান্তির ধর্ম। এখানে কোন বিশৃঙ্খলাকারি ও জঙ্গিবাদের স্থান নেই। ইসলামে বিভ্রান্তির কিছু নেই। তাই আপনারা প্রকৃত ইসলামের ইতিহাস তুলে ধরুন। ইসলামের আদর্শে জীবন ব্যবস্থা গড়ুন। স্বাধীনতার মাসে বঙ্গবন্ধু সহ সকল শহীদের প্রতি শ্রদ্ধা জানাই ও দোয়া কামনা করছি।
এতে সভাপতিত্ব করেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোবারক হোসেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন, সহকারি কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মোঃ রিদওয়ান আহমেদ,আবু বকর সিদ্দিক, জেলা প্রশাসক কার্যালয়ের ভূমি অধিগ্রহণ কর্মকর্তা মোঃ মাসুদ হোসেন, জেলা আওয়ামী লীগের সহ- সভাপতি বীরমুক্তিযোদ্ধা ইসহাক আলী, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি বিশিষ্ট সাংবাদিক হেলাল আহমেদ, গাজী শফিকুল ইসলাম সফি, কেন্দ্রীয় জামে মসজিদ সিরাজগঞ্জের খতীব মওলানা আবু বকর সিদ্দিক, ইমাম মোঃ আব্দুল্লাহ সরকার, জজকোর্ট জামে মসজিদের খতিব মওলানা রেজাউল করিম, মওলানা মোঃ শহিদুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে রাখেন, ইসলামিক ফাউণ্ডেশন সিরাজগঞ্জের উপ-পরিচালক মোঃ ফারুক আহমেদ।
এর আগে সকাল ১০টার দিকে যাকাত প্রদানের জন্য উদ্বুদ্ধকরণ সেমিনার অনুষ্ঠিত হয়েছে।