চৌহালীতে যমুনায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে এক কিশোরের মৃত্যু
স্টাফ রিপোর্টার:
সিরাজগঞ্জের চৌহালীতে বজ্রপাতে মোঃ মামুন রেজা (১৭) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। মামুন উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের ঘুশুরিয়া গ্রামের মৃত ময়নাল হকের ছেলে ।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে পশ্চিম দিক থেকে হঠাৎ আকাশ মেঘাচ্ছন্ন হয়ে পড়ে। এর পর মুসলধারে বৃষ্টির সাথে শুরু হয় প্রচন্ড মেঘের গর্জন। সন্ধ্যায় নৌকা ও জাল নিয়ে মাছ ধরতে যমুনা নদীতে যায় মামুন। ঝর, বৃষ্টি শুরু হলে রাত সাড়ে দশটার দিকে মাছ ধরা বাদ দিয়ে নৌকা পাড়ে বেঁধে মোবাইলের টর্চ লাইট জালিয়ে বাড়ির দিকে দৌড়ে আসার সময় বজ্রপাতের ঘটনা ঘটে এবং ঘটনাস্থলেই সে মারা যায় বলে প্রত্যক্ষদর্শী সুত্রে যানা যায়। মামুনের বাবা মারা যাওয়ার পর মামুনই সংসার চালাতো। একমাত্র ছেলে হারিয়ে মা ফজিলা খাতুন এখন শোকে পাথর প্রায়।
এ বিষয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মজনু মিয়া বলেন, বিষয়টি আমি জানতে পেরেছি, খুব দুঃখ জনক। পরিবারের পক্ষ থেকে আবেদন দিলে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয় থেকে প্রয়োজনীয় সাহায্য করা হবে।