এনায়েতপুরে বালুর ট্রাক ও মোটরসাইকেল সংঘর্ষে ১ জন নিহত।
আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ ঃ
সিরাজগঞ্জের সয়দাবাদ- এনায়েতপুর খামার গ্রাম আঞ্চলিক সড়কের খামার ডিগ্রি কলেজের সামনে বালুর ট্রাকের সাথে মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে মোটর সাইকেলের ড্রাইভার রাজিব (১৭) ও আতিক(২৬) নামের এই দুই ব্যাক্তি আহত হন। তার মধ্যে আতিকে বেশি গুরুতর আহত অবস্থায় খাজা ইউনুস আলী মেডিক্যালে হসপিটালে ভর্তি করা হয়। আতিক চিকিৎসাধীন অবস্থায় দুপুর আনুমানিক ১২ টায় খাজা ইউনুস আলী মেডিক্যাল হসপিটালে মারা যান।
বুধবার (০৯ ফেব্রুয়ারী ) আনুমানিক সকাল ৯টা ৩০ মিনিটে এ দুর্ঘটনা ঘটে।নিহত আতিক সিরাজগঞ্জ জেলার এনায়েতপুর থানার গোপরেখি গ্রামের খলিলুর রহমানের ছেলে।
এ ব্যাপারে এনায়েতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আনিসুর রহমান সত্যতা স্বীকার করে জানান,খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠাই। ট্রাক ও মোটরসাইকেল এনায়েতপুর থানা হেফাজতে রাখা হয়েছে এবং ড্রাইভার পালাতক রয়েছে ।