কাজিপুরে আওয়ামী লীগ নেতা সহিদ সরোয়ারের ওপর হামলার তীব্র নিন্দা জানিয়েছে উপজেলা আওয়ামী
নিজস্ব প্রতিবেদকঃ
কাজিপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সহিদ সরোয়ারের ওপর
গত ১৫-জানুয়ারি প্রকাশ্য হামলা চালায় দূর্বৃত্তরা। উক্ত ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছেন উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
গত ২০-জানুয়ারি কাজিপুর উপজেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব শওকত হোসেন ও সাধারণ সম্পাদক খলিলুর রহমান সিরাজী স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে নগ্ন ওই হামলার তীব্র নিন্দা জানিয়ে হামলায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আইন-শৃঙ্খলা বাহিনীর আশু হস্তক্ষেপ কামনা করা হয়েছে।
উল্লেখ্য, গত ১৫-জানুয়ারী শনিবার দুপুর আড়াই টায় কাজিপুর উপজেলার গান্ধাইল গ্রামের হটার মোড় এলাকায় অতর্কিত হামলা চালিয়ে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সহিদ সরোয়ারকে রামদা,রড,পাইপ ও দেশীয় অস্ত্রসস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে ও তার বাড়িতে হামলা চালিয়ে বাড়িতে অবস্থানরত মহিলাদের গলায় রামদা ঠেকিয়ে মৃত্যুর ভয় দেখায় একদল দূর্বৃত্ত। পরে ১৩’টি মোটর সাইকেলে করে প্রায় ২৫ থেকে ২৭ জন দূর্বৃত্ত
অস্ত্র উচিয়ে ঘটনাস্থল হটার মোড়, গান্ধাইল বাজার, সিমান্তবাজার সহ বিভিন্ন বাজারে মহড়া দেয়। ওইদিন রাতেই আহত আওয়ামী লীগ নেতা সহিদের বড় বোন হামিদা খাতুন বাদী হয়ে ৪’জন নামীয় ও অজ্ঞাত নামা ৩০’জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।
এঘটনায় জড়িত থাকার অভিযোগে কাজিপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি সহ ৫’জনকে অব্যহতি দেয় সিরাজগঞ্জ জেলা ছাত্রলীগ।