সিরাজগঞ্জে শেকড়’র একযুগ পূর্তিতে আলোচনাসভা গুণীজন সন্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত
সিরাজগঞ্জ প্রতিনিধি ঃ
” ঐতিহ্যের টানে উজান যাএা ” এই শ্লোগানকে সামনে নিয়ে সিরাজগঞ্জে সাহিত্য, সংস্কৃতি, বিজ্ঞান ও চলচ্চিত্র বিষয়ক সংগঠন শেকড়’র একযুগ পূর্তিতে আলোচনা সভা গুণীজন সন্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
১০( জানুয়ারি) সন্ধা ৬ টায় শহীদ এম মনসুর আলী অডিটোরিয়ামে শেকড়ের সভাপতি নাসিমা আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্ভোধক সদস্য আহবায়ক কমিটি,জেলা শিল্পকলা একাডেমি ও সাংস্কৃতিক ব্যাক্তিত্ব আসাদউদ্দিন পবলু।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কালচারাল অফিসার মাহমুদুল হাসান, সিরাজগঞ্জ সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি হেলাল আহমেদ, সাবেক এজিএম জনতা ব্যাংক ও কবি, আবু সেলিম রেজা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব দ্বীনবন্ধু দাস, অনুষ্ঠানে মোরক উন্মোচন করেন বীর মুক্তিযোদ্ধা ও কবি খ.ম আখতার হোসেন গুনীজন সম্মাননা ও সংবর্ধিত জন বিশিষ্ট চিকিৎসক ও কবি ডাঃ নিত্য রঞ্জুন পাল, শেকড়ে সাধারণ সম্পাদক রেজাউল করিম পলাশ, গুণিজন সন্মাননা ব্যাক্তির আত্মজীবনী পাঠ করেন নাট্য ব্যাক্তিত্ব এ কে আজাদ, প্রমূখ । উল্লেখ্য শেকড়ের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের মধ্যে চিএাংকণ, কবিতা আবৃতি রচনা প্রতিযোগিতা ও নৃত্য আয়োজন করা হয় এবং বিজয়ীদের মাঝে পুরস্কার হাতে তুলেদেন।
অনুষ্ঠান টি পরিচালনা করেন সিরাজগঞ্জ নাট্য ফেডারেশনের সাধারণ সম্পাদক ফরিদুল ইসলাম সোহাগ।