কুড়িগ্রামে মেডিকেল টেকনোলজিস্ট সাইফুল হত্যার বিচারের দাবিতে মানববন্ধন
মোঃবুলবুল ইসলাম,কুড়িগ্রাম প্রতিনিধিঃ
রোববার (৪ডিসেম্বর) কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের সামনে কুড়িগ্রাম জেলা মেডিকেল টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের মেডিকেল টেকনোলজিস্ট (ল্যাব) মো. সাইফুল ইসলাম হত্যা মামলার আসামিদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে।
মানববন্ধনে বক্তারা বলেন, তুচ্ছ ঘটনায় গত ২৮ ডিসেম্বর দুপুরে প্রকাশ্যে হবিগঞ্জ আধুনিক হাসপাতালে ল্যাব টেকনোলজিস্ট সাইফুল ইসলামকে হত্যা করা হয়। এমন ঘটনা যেন এই দেশে আর না হয় সেজন্য আসামীদের দৃষ্টান্তমূলক শাস্থির দাবি জানায় অন্যথায় কঠোর কর্মসূচি দেয়ার হুঁশিয়ারি জানায়। বক্তারা আরও বলেন, হাসপাতালের চিকিৎসক ও টেকনোলজিস্টদের সুরক্ষায় আইন করতে হবে। তা না হলে আমাদের ওপর একের পর এক হামলার ঘটনা ঘটেতে থাকবে।
মানববন্ধনে অংশ গ্রহণ করেন জেলা মেডিকেল টেকনোলজিষ্ট সমিতির সভাপতি মোঃ আব্দুর রব, সাধারণ সম্পাদক, সহ সাধারণ সম্পাদক, সহ সভাপতি, প্রচার সম্পাদক, দপ্তর সম্পাদকসহ স্থানীয় সরকারি বেসরকারি হাসপাতালে কর্মরত মেডিক্যাল টেকনোলজিস্টরা।