বীর মুক্তি আনোয়ার হোসেন রতু ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০২১ শুভ উদ্বোধন করলেন কবির বিন আনোয়ার
নিজস্ব প্রতিবেদক :
বীর মুক্তি যোদ্ধার আনোয়ার হোসেন রতু ব্যাডমিন্টন টুনামেন্ট ২০২১ এর শুভ উদ্বোধন অনুষ্ঠানে সিরাজগন্জ জেলা ক্রীড়া সংস্থা সভাপতি ও জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিনিয়র সচিব, পানি সম্পদ মন্ত্রনালয় ও চেয়ারম্যান ইসাবেলা ফাউন্ডেশন কবির বিন আনোয়ার।
শনিবার (১১ডিসেম্বর) সন্ধায় ৬ টায় জ্ঞানদায়িনী উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে ১৬ টি দল নিয়ে বীর মুক্তি যোদ্ধার আনোয়ার হোসেন রতু ব্যাডমিন্টন শুভ উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলার ক্রীড়া সংস্থার সহ-সভাপতি পুলিশ সুপার হাসিবুল আলম বিপিএম,সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সিরাজগঞ্জ পৌরসভার মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা,সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের (ভারপ্রাপ্ত) সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট কেএম হোসেন আলী হাসান,ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুস সামাদ তালুকদার,জেলা ক্রীড়া সংস্থার ব্যাডমিন্টন উপকমিটির আহবায়ক ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লুৎফুন নাহার, জেলা ক্রীড়া সংস্থার কোষাধক্ষ্য ও ও ব্যাডমিন্টন উপ-কমিটির সদস্য সচিব সৈয়দ তাপস, বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির যুগ্মসাধারণ সম্পাদক ও টিম প্রধান রংপুর বিভাগ. ড জান্নাত আরা তালুকদার হেনরী, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হেলাল আহমেদ, সিরাজী প্রমূখ।
এ সময় প্রধান অতিথি সিনিয়র সচিব কবির বিন আনোয়ার বলেন, বাংলাদেশ সরকার খেলাধুলার প্রতি যত্ন সহ ভালো মানের খেলোয়াড় তৈরীর লক্ষ্যে খুব গুরুত্ব দিচ্ছে। খেলাধুলা করলে শরীর চর্চা ও মন ভাল থাকে। আমি ধন্যবাদ জানাই সিরাজগঞ্জ জেলা ক্রীড়া সংস্থা কে এবং ইসাবেলা ফাউন্ডেশন এর পৃষ্ঠপোষকতায় বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২১২১ আয়োজন করেছে। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার কোন বিকল্প নেই । জাতীয় মানের খেলোয়াড় তৈরীর লক্ষ্যে এই ধরনের টুর্নামেন্ট প্রতিনিয়ত আয়োজন করা দরকার।