বেলকুচিতে তেলজাতীয় ফসল উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন – অধ্যাপক ড.রাশেদুর রহমান
রেজাউল করিম সিরাজগঞ্জ প্রতিনিধি ঃ
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় তেলজাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এর কৃষিতত্ত্ব বিভাগের মাঠ ফসল উৎপাদন বিশেষজ্ঞ অধ্যাপক ড. মোঃ রাশেদুর রহমান লোটাস।
যমুনা নদীর চর এলাকায় প্রধান তেলফসল সরিষা জমি প্রদর্শনী প্লট পরিদর্শন করেন। পরে সরিষা আধুনিক উচ্চ ফলনশীন জাতের চাষ এবং সার ব্যবস্থাপনা বিষয়ে কৃষকদের পরামর্শ প্রদান করেন। এসময উপস্থিত ছিলেন বেলকুচি উপজেলা কৃষি অফিসার জনাব কল্যাণ প্রসাদ পাল।
তিনি জানান বেলকুচি উপজেলায় বর্তমান মৌসুমে তেলজাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় ১৪১ বিঘা জমিতে আধুনিক জাতের বারি সরিষা১৪, বারি সরিষা১৭,বিনা সরিষা৪ এবং বিনা সরিষা৯ জাতের চাষাবাদ বৃদ্ধি এবং সম্প্রসারণ করার জন্য কৃষকদের প্রশিক্ষণ প্রদান ও বীজ সার প্রদান করা হয়েছে। এসময় আরও উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অফিসার মোহাম্মদ আলী জিন্নাহ, উপসহকারী কৃষি কর্মকর্তা সাহাবুদ্দিন সহ প্রায় ৫০ জন কৃষক।