সিরাজগঞ্জ

সিরাজগঞ্জ জেলা বিএনপি’র স্মারক লিপি প্রদান

আজিজুর রহমানমুন্না, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি সহ বিএনপি ঘোষিত ৭ দফা দাবি ও ১২টি লক্ষ্য বাস্তবায়নে বুধবার বেলা ১১টার সময় সিরাজগঞ্জ কালেক্টরেট ভবনে জেলা প্রশাসকের নিকট স্মারক লিপি প্রদান করেছে জেলা বিএনপি।

সিরাজগঞ্জ জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দীকার পক্ষে স্মারকলিপি গ্রহন করেন অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি ) মো. ফিরোজ মাহমুদ। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ সভাপতি মো. মজিবর রহমান লেবু,গাজি আজিজুর রহমান দুলার, নাজমুল হাসান তালুকদার রানা, সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক মো. শামীম খান, সাংগঠনিক সম্পাদক আবু সাইদ সুইট, যুগ্ন সাধারণ সম্পাদক নুর কায়েম সবুজ, হারুন অর রশিদ খান হাসান, অমর কৃষ্ণদাস, সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফাজামান, জেলা বিএনপি নেতা এডভোকেট রফিক সরকার, জাহাঙ্গীর হোসেন ভূইয়া সেলিম, আসাদুজ্জামান আসাদ, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক আব্দুল আলীম সহ প্রমুখ।

বাংলাদেশকে একটি ন্যায়ভিত্তিক কল্যাণমূলক ও গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে নির্মাণ করার লক্ষ্যে এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিরপেক্ষ সরকারের অধীনে সকলে নিকট গ্রহণযোগ্য, অংশগ্রহণমূলক,অবাধ ও সুষ্ঠুভাবে অনুষ্ঠানের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ৭ দফা দাবী ও ১২টি লক্ষ্য বাস্তবায়নে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম স্বাক্ষরিত স্মারকলিপি সরকারের নিকট প্রেরণের জন্য জেলা প্রশাসককে লিখিত অনুরোধ জানিয়েছেন বিএনপি।